1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে প্রাইম টাইমে নিষিদ্ধ হচ্ছে রিয়ালিটি শো

১৮ নভেম্বর ২০১০

বিভিন্ন দেশে যখন জনপ্রিয়তার শীর্ষে উঠতে যাচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোর রিয়ালিটি শো, তখনই এর উপর বিধি-নিষেধের খড়গ তুলল ভারত৷ জানিয়ে দিল, রাত এগারোটার আগে রিয়ালিটি শো সম্প্রচার করা যাবে না৷

https://p.dw.com/p/QCWN
এর আগে রিয়ালিটি শো’কে ঘিরে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন শিল্পা শেট্টিছবি: AP

‘ইন্ডিয়ান এক্সপ্রেস' পত্রিকায় প্রকাশ করা হলো ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জরুরি প্রজ্ঞাপনের খবর৷ পত্রিকাটি বলছে, রিয়ালিটি শো'গুলোতে অধিকমাত্রায় নগ্নতার আশঙ্কা থেকেই এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত৷ বিশ্লেষকদের ধারণা, এমন সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপদে পড়বে ‘বিগ বস' এবং ‘রাখি কা ইনসাফ'৷

‘বিগ ব্রাদার' এর স্থানীয় সংস্করণ হিসেবে পরিচিত ‘বিগ বস'৷ চলতি সপ্তাহে ‘বিগ বস'-এ অংশ নিতে ভারতে হাজির হয়েছেন হলিউড অভিনেত্রী এবং মডেল পামেলা অ্যান্ডারসন৷ আঁটসাঁট পোশাক পরার দিক থেকে বেশ খ্যাতি রয়েছে পামেলার৷ সাথে এই শো'তে চুমু খাওয়ার দৃশ্য এবং বেশ অশালীন পরিভাষার ব্যবহারও আলোচনায় নিয়ে এসেছে ‘বিগ বস'কে৷

Die indische Sängerin und Schauspielerin Rakhi Sawant
‘রাখি কা ইনসাফ’ এর সঞ্চালিকা রাখি সাওয়ান্তছবি: UNI

অন্যদিকে, ‘রাখি কা ইনসাফ' এ মূল ভূমিকায় রয়েছেন বলিউড নাচিয়ে রাখি সাওয়ান্ত৷ দর্শকদের ব্যক্তিগত সমস্যাসমূহের সমাধান নিয়েই আলোচনা চালিয়ে যাচ্ছেন রাখি৷ কিন্তু সম্প্রতি এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক তরুণ আত্মহত্যা করলে বেশ বিতর্কের মুখে পড়ে এই জনপ্রিয় শো৷ কারণ ঐ তরুণের পরিবারের অভিযোগ, রাখি তাঁর টিভি অনুষ্ঠানে ঐ তরুণের বিবাহিত জীবনের জটিলতা নিয়ে আলোচনার এক পর্যায়ে যৌন কাজে অক্ষম বলে মন্তব্য করেছিলেন৷ হয়তোবা সেই লজ্জায় শেষ পর্যন্ত জীবন বিসর্জন দিয়েছেন ঐ তরুণ৷

তবে নতুন সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেস'কে জানান, ‘‘শো'গুলোর প্রযোজকদেরকে এগুলোর উপাদান পরিবর্তন করতে কিংবা কোন কিছু কাট-ছাট করতে বলিনি বরং আমরা শুধুমাত্র সম্প্রচারের সময় পাল্টাতে বলেছি৷'' সরকারের এমন সিদ্ধান্তের সাথে একমত প্রকাশ করে নতুন দিল্লীর গৃহিনী মিনা পাটেলও বললেন, ‘‘আমি শিশুদের সাথে নিয়ে রাত নয়টায় টিভি দেখতে গিয়ে বিব্রত হই৷ এই শো'গুলো খুবই বাজে৷ ভারতীয় মূল্যবোধ এগুলোর সাথে মেলে না৷ বিগ বস'এর মতো শো'গুলো আমাদের সংস্কৃতির জন্য নয়৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক