1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে নগরবাসীদের মধ্যে ক্ষোভ বাড়ছে

১৪ জানুয়ারি ২০১১

পশ্চিমা পর্যটকদের জন্য এক লোভনীয় গন্তব্য ভারত৷ পশ্চিম দেশের অনেক মানুষই সেদেশে গিয়ে ধ্যানে বসেন অথবা করেন যোগ অভ্যাস৷ এর উদ্দেশ্য হচ্ছে মানসিক চাপ কিংবা বিষাদ দূর করে আবারো নতুন রূপে কর্মজীবনে ফেরা৷

https://p.dw.com/p/zxQ5
Chaos, New Delhi, commuters, travel, foot, ride, buses, পথ, এমন, পরিস্থিতি, শিকার, ক্ষোভ, ভারত
পথে বেরোলেই এমন পরিস্থিতির শিকার হলে ক্ষোভ বাড়বে বৈ কিছবি: AP

তাই, এককথায় বলতে গেলে, ভারতের নতুন দিল্লি কিংবা মুম্বইয়ের মতো শহরগুলো হয়ে উঠছে বিদেশিদের আধ্যাত্মিক চর্চা কিংবা শান্তি খোঁজের নতুন ঠিকানা৷ কিন্তু যারা খোদ ভারতীয় তাদের অবস্থানটা কী? তারাও কি মেগা শহরে বিদেশিদের মতোই শান্তি খুঁজে পান?

একথা সত্য যে, ভারতের অর্থনীতি দ্রুতই এগিয়ে চলেছে৷ নগরবাসীর জীবনমানেও আর্থিক স্বচ্ছলতার ছোঁয়া মেলে৷ সবমিলিয়ে সামাজিক পরিবর্তনের সুবাতাস বইছে ভারতে৷ কিন্তু তারপরও ঠিক যেন খুশি নন বড় শহরের বাসিন্দারা৷

ভারতের মনোবিজ্ঞানীরা বলছেন, নগরবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে৷ সর্বত্রই তাদের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটে৷ মুম্বইয়ের মনোবিজ্ঞানী ইউসুফ মাচিসওয়ালা জানান, রাস্তাঘাট, স্কুল, কর্মক্ষেত্র বাড়ি এমনকি সংসদ - সব জায়গাতেই মানুষের উষ্মা প্রকাশ পায়৷

নগরবাসীর এত রাগ কিংবা ক্রোধের খানিকটা ব্যাখ্যা দিচ্ছেন মনোবিজ্ঞানীরা৷ তাদের কথায়, ভারতের অর্থনীতি যেমন উন্নত হচ্ছে, তেমনি ভাগ্যান্বেষণে গ্রাম ছাড়ছে অনেক মানুষ৷ ফলে বড় শহরগুলো এখন অতিরিক্ত বাসিন্দার চাপে বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছে৷ মুম্বইয়ে বর্তমানে এক কোটি আশি লাখ মানুষের বাস৷ নগরের পুরনো কাঠামো এত মানুষের ভীড় সমলাতে গিয়ে একরকম অসহায়৷

মানুষের ভার সামলাতে তাই মুম্বইয়ে প্রায়ই চলে রাস্তা নির্মাণ কিংবা সংস্কারের কাজ৷ তাতে তৈরি হয় যানজট৷ সেই জটে অপেক্ষমানরা গাড়ির ক্রমাগত শব্দ আর ঘামের দুর্গন্ধে অসহিষ্ণু হয়ে ওঠেন৷ তৈরি হয় মানসিক চাপ, যার বহিঃপ্রকাশ ঘটে ক্রোধের মাধ্যমে৷

শুধু যানজটই নয়, বাড়তি আবাসন সামলাতে গিয়ে বড় শহরগুলোর বিদ্যুৎ আর পানি সরবরাহ ব্যবস্থাও ঠিক থাকছে না৷ ফলে পানি-বিদ্যুৎ সংকট এক নিত্যসমস্যা৷ মনোবিজ্ঞানীরা মনে করছেন, এতসব সংকট নগরবাসীর সহনশীলতার মাত্রাও অনেক কমিয়ে দিচ্ছে৷ যেকারণে দিনকয়েক আগে মুম্বইয়ে ট্রেনে পাশাপাশি বসা নিয়ে সৃষ্ট ছোট্ট সংকটের ফলাফল ছিল, এক তরুণীকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া৷

অবশ্য নগরবাসীর এতসব সমস্যা শুধু রাগ কিংবা ক্রোধের মাধ্যমেই মিটে যাচ্ছে না৷ ডাক্তাররা জানাচ্ছেন, হৃদযন্ত্রের নানা বিপত্তি বাড়ছে নগরবাসীর মধ্যে৷ একইসঙ্গে মানসিক অবসাদ কাটাতে কিংবা নিজের উন্নত অবস্থা জাহির করতে গিয়ে ধূমপান, মদ্যপান আর ফাস্টফুডের দিকেও ঝুঁকছে শহরবাসী৷ ফলে শারীরিক নানা বিড়ম্বনাও তাদের জন্য এক নতুন উপদ্রব৷

আশার কথা হচ্ছে, রাগ-ক্রোধ-উষ্মা ঝেড়ে ফেলতে কেউ কেউ ভারতের সেই সনাতনী ধ্যানে মগ্ন হচ্ছেন কিংবা বেছে নিচ্ছেন যোগ চর্চা৷ তবে, এই সংখ্যাটা নেহাত কম৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক