1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে জার্মান অর্থ ও প্রযুক্তিমন্ত্রী রাইনার ব্রুডারলে

২৪ সেপ্টেম্বর ২০১০

দুদিনের ভারত সফরে জার্মানির অর্থ ও প্রযুক্তিমন্ত্রী রাইনার ব্রুডারলে এখন নতুনদিল্লিতে৷ সেখানে শিল্প ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত ভারত-জার্মান যৌথ কমিশনের সপ্তদশ অধিবেশনে যোগ দিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/PLXh
জার্মানির অর্থ ও প্রযুক্তিমন্ত্রী রাইনার ব্রুডারলে এখন নতুনদিল্লিতেছবি: AP

ভারতের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা মজবুত করতে এবং বাণিজ্য সংক্রান্ত নিয়মবিধি উদার করতে জার্মানি কৃতসঙ্কল্প৷ ভারত-ইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে উভয়পক্ষের নমনীয় হওয়া দরকার বলে মনে করে জার্মানি৷ ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় তাঁর বক্তব্যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বাড়াতে ভিসা নিয়ম আরো উদার করার জন্য জার্মানির প্রতি আহ্বান জানান৷ আর বলেন, ‘‘দু'দেশের বিপুল বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর পথে জার্মানির কঠোর ভিসা ও ওয়ার্ক পারমিট নিয়ম বড় প্রতিবন্ধক৷'' প্রসঙ্গত, ২০১২ সালে ভারত-জার্মান দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষমাত্রা ধরা হয় ২০০০ কোটি ইউরো৷

বৃহস্পতিবার জার্মান অর্থ ও প্রযুক্তিমন্ত্রী রাইনার ব্রুডারলে মিলিত হন ভারতের পরিবহনমন্ত্রী কমলনাথ এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী পাল্লাম রাজুর সঙ্গে৷ আজ শুক্রবার মুম্বাই-এ ভারত-জার্মান বণিকসঙ্ঘ এবং বিজনেস রাউন্ড টেবিল বৈঠকে যোগ দেবেন তিনি৷

উল্লেখ্য, জার্মানির অর্থ ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে এসেছেন ৮০ সদস্যের এক প্রতিনিধিদল৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ