1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে এলো ‘উড়ন্ত গাড়ি’!

১২ ফেব্রুয়ারি ২০১১

কখনো উড়েনি৷ তবুও ‘ফ্লাইং কার’ হিসেবে দর্শকদের আগ্রহের বস্তুতে পরিণত হয়েছে এ.কে. বিশ্বনাথের তৈরি গাড়ি৷ দেখানো হচ্ছে ‘এরো ইন্ডিয়া ২০১১’ মেলায়৷

https://p.dw.com/p/10GDJ
এ ধরণেরই একটি মারুতি গাড়ি উড়বে!ছবি: cc_nc_sa

বেঙ্গালোরে চলছে মেলাটি৷ সেখানে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন যুদ্ধবিমান৷ আর তার পাশেই রাখা আছে ‘ফ্লাইং মারুতি' গাড়িটি৷

জাপানের সুজুকি কোম্পানির তৈরি গাড়ি মারুতি৷ ৮০০ সিসি'র এই গাড়িটির দাম কম হওয়ায় ভারতে এক সময় বেশ জনপ্রিয়তা পায়৷ এবার সেই মারুতি'র মাথার ওপরে পাখা লাগিয়ে আর ভেতরে ইঞ্জিনের মাঝে পরিবর্তন এনে বিশ্বনাথ দাবি করছেন সেটি উড়তে সক্ষম৷ অন্তত যানজটে পড়লে কিছুটা উড়ে সামনে যাওয়ার ক্ষমতা রয়েছে গাড়িটির৷

তবে এখন পর্যন্ত গাড়িটি উড়েনি৷ কিন্তু তারপরও কেন তিনি এটিকে উড়ন্ত গাড়ি বলছেন তা জানতে চাইলে বিশ্বনাথ বলেন, ‘‘আমি জানি কী করলে গাড়িটি উড়বে৷ গত ১৬ বছর আমি এটা নিয়েই গবেষণা করেছি৷ এবং আমার কথায় বিশ্বাস আছে বলেই বিভিন্ন কোম্পানি এই গাড়ি তৈরির প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে৷''

মেলায় আসা এক প্রকৌশলী বি.এন. রাঘুকুমার৷ তিনি বলছেন, ‘‘বিশ্বনাথ গাড়ি উড়ানোর জন্য যে প্রযুক্তির কথা বলছেন সেটাতে আমার বিশ্বাস আছে৷ তাই কিছু শিখতে আমি তাঁর সঙ্গে যোগ দিয়েছি৷''

কিন্তু সবাই তো আর রাঘুকুমার নয়৷ তার ওপর এখনো যেহেতু গাড়িটি উড়েনি তাই বিশ্বনাথের কথায় বিশ্বাস রাখতে পারছেন না অনেকই৷

তবে সত্যিই যদি বিশ্বনাথ উড়ন্ত গাড়ি তৈরি করে ফেলেন, তাহলে মন্দ হয় না৷ কী বলেন?

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা