1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে আজ থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

২২ নভেম্বর ২০১০

ভারতের গোয়ার পানাজিতে আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ বিশ্বের ৬১ টি দেশের তিনশ ছবি প্রদর্শিত হবে ১১ দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবে৷

https://p.dw.com/p/QEw0
ছবি: AP

উৎসবের উদ্বোধন করবেন ভারতের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুরু হবে ব্রিটিশ ছবি ওয়েস্ট ইজ ওয়েস্ট প্রদর্শনের মধ্য দিয়ে৷ জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়া এবং বলিউড তারকা অজয় দেবগন৷ আয়োজকরা জানিয়েছেন, পানাজি ও মারেগাঁও এর মোট ১১টি অডিটোরিয়ামে চলচ্চিত্র উৎসবে আসা ছবিগুলো দেখানো হবে৷ এশিয়া, ইউরোপ ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ক্যানাডার ছবি প্রদর্শিত হবে এবারের উৎসবে৷

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম একটি দিক হচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতা৷ যদিও প্রথম দিকে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিলো এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন অ্যামেরিকার বাইরে অন্য কোন দেশের ছবি এতে নেওয়া হবে কিনা সে বিষয়ে৷ তবে শেষ পর্যন্ত ইউরোপ অ্যামেরিকার ছবিও জায়গা পেয়েছে৷ উৎসবের পরিচালক এস এম খান জানিয়েছেন, গত বছর সাড়ে তিনশ ছবি প্রতিযোগিতার জন্য নাম লিখিয়েছিল, এবার সেই সংখ্যা সাড়ে চারশ৷ এবার আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য মোট ১৮টি ছবিকে বাছাই করা হয়েছে৷ তার মধ্যে ভারতের তিনটি ছবি রয়েছে৷ এছাড়া যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরায়েল, ইরান, পোল্যান্ড, তুরস্ক সহ অনেক দেশের ছবিও তালিকায় রয়েছে৷ জুরিদের বাছাইয়ে সেরা ছবির জন্য রয়েছে ৯০ লাখ ভারতীয় রুপির পুরস্কার৷ উল্লেখ্য, এবারের জুরি বোর্ডে রয়েছেন প্রখ্যাত পোলিশ চলচ্চিত্রকার ইয়েরজি আন্টজাক৷ এছাড়া রয়েছেন, অ্যামি এ্যাওয়ার্ড জয়ী ক্যানাডার স্টুর্লা গানার্স, অস্ট্রেলিয়ার অভিনেতা মিক মলয়, ফরাসি ছবি নির্মাতা অলিভার পেরে এবং দক্ষিণ ভারতের অভিনেত্রী রিভাতি মেনন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়