1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের সামনে বড় চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকা

২৫ ডিসেম্বর ২০১০

দ্বিতীয় টেস্টে রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াইয়ে নামতে যাচ্ছে ভারত৷ শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই লড়াই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্যে এক বড় চ্যালেঞ্জ৷ খেলাটি অনুষ্ঠিত হবে কিংগসমিডে৷

https://p.dw.com/p/zpaC
কালকের টেস্ট ধোনির জন্য বড় চ্যালেঞ্জছবি: AP

মহেন্দ্র সিং ধোনি ২০০৮ সালে দলের অধিনায়ক নির্বাচিত হবার পর থেকে টেস্ট পর্যায়ের ক্রিকেটে নিজের নেতৃত্বের সফলতা দেখিয়ে এসেছেন৷ ভারত অপরাজিত থেকেছে ৯টি সিরিজে৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির ব়্যাংকিং-এ ভারত উঠে এসেছে এক নাম্বারে৷

টেস্ট ক্রিকেটের সাবেক এক নাম্বার দল অস্ট্রেলিয়াও দুইবার হেরেছে৷ ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডও টেস্ট ক্রিকেটে হেরেছে৷ কিন্তু এই সিরিজের সবই অনুষ্ঠিত হয়েছে ভারতে৷ ভারতে বাইরে শুধুমাত্র নিউজিল্যান্ড ও বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুটি খেলায় জিতেছে ভারত৷ তবে এই দুটি দল হেভিওয়েট হিসেবে এখনও স্বীকৃত নয়৷

সমালোচকরা বলে আসছেন, ভারত টেস্ট ক্রিকেটের শীর্ষে জায়গা করে নিলেও, সম্প্রতি তারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট না খেলেই সেই জায়গা করে নিয়েছে৷ প্রথম টেস্টে ভারত ইনিংস এবং ২৫ রানে পরাজিত হয়, যেখানে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে মাত্র চার উইকেট৷ ঐ ম্যাচে ভারত প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে৷ অবশ্য দ্বিতীয় ইনিংসে ভারত ৪৫৯ রান করেছিল এবং খেলা পঞ্চমদিনে গড়িয়েছিল৷

দ্বিতীয় টেস্ট শুরু হবার আগে শনিবার ভারতের অধিনায়ক এক সংবাদ সম্মেলন করেন৷ সেইসময় দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ খেলোয়াড়ই বড়দিন উদযাপনে ব্যস্ত ছিলেন৷ ভারতীয় দলের কোচ এবং দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটিং স্টার গ্যারি ক্রিসটেন বৃহস্পতিবার বলেছেন, প্রথম টেস্টের পরে দুইদিন অফ নেওয়ার সমালোচনা সত্ত্বেও, ভারতীয় দল ভালো প্রস্তুতি নিয়েছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক