1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের বিপক্ষে দুই উইকেটে ৩১২ রান শ্রীলঙ্কার

২৭ জুলাই ২০১০

টানা দ্বিতীয় ম্যাচে শতরান তুললেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং থারাঙ্গা পারানাভিতানা৷ ফলে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট বেশ চমৎকারভাবেই শুরু করল স্বাগতিকরা৷ প্রথম দিনে দুই উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৩১২ রান৷

https://p.dw.com/p/OVGu
India, cricket, sri lanka, ভারত, শ্রীলঙ্কা, ক্রিকেট
ফাইল ছবিছবি: AP

২৮ বছর বয়সি পারানাভিতানার এটি ১২তম টেস্ট৷ সোমবার পেলেন টেস্ট জীবনের দ্বিতীয় শতক৷ ব্যক্তিগত ঠিক ১০০ রান নেওয়ার পরই ইশান্ত শর্মার বলে বোল্ড হন তিনি৷ ততক্ষণে দলীয় রান পৌঁছে যায় ২৭৩ এ৷ ২২১ বল খেলে ১০টি চার এবং একটি ছয় নেন পারানাভিতানা৷

এদিকে, ১৩০ রানে অপরাজিত অধিনায়ক সাঙ্গাকারা৷ তাঁর টেস্ট জীবনে এটি ২৩তম শতক৷ ২২৫ বল খেলে চার পেয়েছেন ১৫ টি৷ পারানাভিতানা এবং সাঙ্গাকারা জুটি দলকে এনে দেন ১৭৪ রান৷ সাঙ্গাকারার সাথে অপর প্রান্তে ১৩ রান নিয়ে ব্যাটিং এ রয়েছেন সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে৷

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা৷ দলীয় ৯৯ রানের মাথায় প্রথম আউট তিলকরত্নে দিলশান৷ প্রজ্ঞান ওঝার বলে লক্ষ্মণের হাতে ধরা পড়েন তিনি৷ তাঁর অর্জন ৫৪ রান৷

খেলা শেষে সাঙ্গাকারা বললেন, ‘‘একদিন শেষে এটা বেশ ভালো অবস্থান৷ আমরা আগামীকাল সাড়ে চারশ' থেকে পাঁচশ' এমনকি সাড়ে পাঁচশ' করার আশা করছি৷''

অন্যদিকে, দ্বিতীয় টেস্টের উদ্বোধনী দিনে ভারতের পক্ষে উইকেট পেলেন কেবল ইশান্ত শর্মা ও ওঝা৷ দু'জন পেয়েছেন একটি করে উইকেট৷ এজন্য শর্মা দেন ৬৬ রান৷ আর ওঝা ৫৯৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: ফাহমিদা সুলতানা