1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের ছোট পর্দাতেও এবার সুইজারল্যান্ড

২০ এপ্রিল ২০১১

চলচ্চিত্র নির্মাতাদের পর এবার সুইজারল্যান্ডের প্রেমে পড়লেন ভারতীয় টেলিভিশনের প্রযোজকরা৷ সুইজারল্যান্ডের পর্যটনকে ঘিরে টেলিভিশন অনুষ্ঠানের বেশ কয়েকটি পর্ব তৈরি করছে স্টার প্লাস চ্যানেল৷

https://p.dw.com/p/10y0L
বলিউডের প্রিয় সুইজারল্যান্ডছবি: Cobra Film

অনুষ্ঠানটির নাম ‘সাথ নিভানা সাথিয়া'৷ স্টার প্লাস চ্যানেলের অনুষ্ঠান বিভাগের ফিকশান শাখার প্রধান সুজানা ঘাই গণমাধ্যমকে বলেছেন, ‘‘স্বপ্নের দেশ সুইজারল্যান্ডকে আমাদের দর্শকদের কাছে নিয়ে আসার জন্য এটি একটি বড় সুযোগ৷ এতোদিন বলিউডের বড় বাজেটের কোনো ছবিতেই কেবল ঐ দেশটিকে দেখার সুযোগ ছিলো৷ আমাদের এই ব্যাপারে আত্মবিশ্বাস রয়েছে যে আমাদের দর্শকরা স্টার প্লাস পরিবারের সঙ্গে খুব সহজেই সুইজারল্যান্ডে আনন্দভ্রমণ করতে পারবেন৷

বলিউড চলচ্চিত্রের কল্যাণে সুইজারল্যান্ডের মনোরম পাহাড়ি নিসর্গ আগে থেকেই পরিচিতি পেয়েছে ভারতে৷ এবার বাদ রইলোনা ছোট পর্দাও৷ আর এ কারণে স্বভাবতই খুশি ট্যুরিজম কোম্পানিগুলো৷ ভারতের ‘সুইজারল্যান্ড ট্যুরিজম' এর ব্যবস্থাপনা পরিচালক মিশায়েল মায়েডের বলছেন, ‘‘চলচ্চিত্রের মাধ্যমে সুইজারল্যান্ডকে বেশ সফলভাবেই এতোদিন তুলে ধরা হয়েছে৷ এবং এখন আমরা দেখছি ছোট পর্দাতেও বিষয়টি একইভাবে উঠে আসছে৷ ‘সাথ নিভানা সাথিয়া'র মতো জনপ্রিয় একটি অনুষ্ঠানের শুটিং সুইজারল্যান্ডে করা হলে মানুষ ঘরে বসেই সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন৷''

Indien Studenten Fernsehen
টেলিভিশন সিরিয়াল ভারতে অত্যন্ত জনপ্রিয়ছবি: AP

স্টার প্লাস ‘সাথ নিভানা সাথিয়া'র এপ্রিলের ২০ তারিখ থেকে ২৮ তারিখের পর্বগুলোর জন্য এক সপ্তাহের চিত্র ধারণ করছে সুইজারল্যান্ডে৷ এক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে জেনেভা, টিসিনো এবং লুসার্ন অঞ্চলকে৷

অভিনেত্রী জিয়া মানেক অনুষ্ঠানটিতে গোপির চরিত্রে অভিনয় করছেন৷ তাই সুইজারল্যান্ডে ঐ পর্বগুলোর শুটিং করার কথা শুনে তিনি তো বেজায় খুশি৷ বলছেন, ‘‘প্রথম যখন এই খবরটি আমরা শুনলাম আমরা ভেবেছিলাম আমাদের সঙ্গে বুঝি মজা করা হচ্ছে৷ কিন্তু যখন জানলাম সত্যিই আমরা সেখানে যাচ্ছি তারপর থেকে শুধু অপেক্ষা করছি সেই দিনগুলোর জন্য৷ এবং আমি নিশ্চিত যে, আমাদের জন্য খুব ভালো একটা সময় অপেক্ষা করছে৷''

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক