1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয় দলের কোচ হতে চান শেন ওয়ার্ন

৬ এপ্রিল ২০১১

ভারতীয় দলকে ২৮ বছর পর বিশ্বকাপে জেতার স্বাদ পাইয়ে দেয়া কোচ গ্যারি কারস্টেন দায়িত্ব ছেড়ে দেবার পর আজ খবর এসেছে অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন চাইছেন সেই পদে যেতে৷ স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই খবর দিয়েছে

https://p.dw.com/p/10oCx
শেন ওয়ার্ন
শেন ওয়ার্নছবি: AP

তিন বছর ধরে ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন গ্যারি কারস্টেন৷ ৪৩ বছর বয়স্ক দক্ষিণ আফ্রিকার এই কোচের হাত ধরেই ২০০৯ সালে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে ভারত৷ আর এখনো সেই অবস্থান ধরে রেখেছেন তারা৷ তাঁর ছেলেদের দিয়ে একের পর এক ভালো খেলিয়ে সর্বশেষ ছিনিয়ে এনেছেন বিশ্বকাপ৷ অবশ্য  আগে নিজেই আভাস দিয়েছিলেন, বলেছিলেন হয়তো বিশ্বকাপের আসরের পর তিনি আর ভারতের কোচ হিসাবে থাকবেন না৷ সেটাই সত্য হলো গতকাল মঙ্গলবার৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে তিনি জানিয়ে দিলেন তাঁর এই সিদ্ধান্তের কথা৷

সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন, ক্রিকেট সাউথ আফ্রিকা তাঁকে প্রস্তাব দিয়েছে আগামী জুনে বর্তমান কোচ করি ভ্যান জিলের কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে৷ তবে, এ ব্যাপারে তিনি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি৷ কারণ এ রকম বিশ্বকাপ অভিযান শেষে তাঁর মানসিক স্থিরতা আনার প্রয়োজনে কিছুদিন বিশ্রাম নিতে চান তিনি৷ বললেন, ‘তাই আমি কিছুদিন একটানা পরিবারকে সময় দিতে চাই৷'

গ্যারি কারস্টেনের বিদায়ের পর কে হচ্ছেন বিশ্বকাপ জয়ী এই দলের কোচ? উত্তরে প্রথমেই এসেছে শেন ওয়ার্নের নাম৷ অস্ট্রেলিয়া দলের কিংবদন্তীতুল্য এই খেলোয়াড় ‘দ্য মেইল টুডে' নামক সংবাদপত্রকে বলেছেন, ‘ভারতীয় দলের কোচ হওয়াটা খুব সহজ কিছু নয় এবং তা কখনোই সহজতর ছিলও না৷ কিন্তু ভারত ভালো করছে৷ এখন এই দলের দায়িত্ব নেয়াটা এক কথায় আমার জন্য হবে খুবই আনন্দের এবং চ্যালেঞ্জের৷' শেন ওয়ার্ন নিজেই জানিয়েছেন, তিনি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কোচ হলে খুশিই হবেন৷

এখন ভারতেই আছেন তিনি৷ খেলছেন আইপিএলে৷ নেতৃত্ব দিচ্ছেন রাজস্থান রয়েলসের৷ তবে এখনো জানা যায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে এ বিষয়ে আলোচনার কোন প্রস্তাব দিয়েছে কী না৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী