1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বয়স শনাক্তকরণের নতুন সফ্টওয়্যার বাজারে আসছে

২৭ জানুয়ারি ২০১১

মূলত অপ্রাপ্তবয়স্কদের যৌন হয়রানির শিকার হওয়া থেকে রক্ষা করতে সহায়তা করবে এই নতুন সফ্টওয়্যার৷ নতুন এই ফোনের উন্নয়ন ঘটিয়েছেন বিজ্ঞানীরা৷ নাম দেওয়া হয়েছে ‘চাইল্ড ডিফেন্স’৷

https://p.dw.com/p/105or
অপ্রাপ্তবয়স্কদের জন্য মোবাইলে নতুন সফ্টওয়্যারছবি: AP

অপ্রাপ্তবয়স্করা তাদের মোবাইল ফোন থেকে বিভিন্ন জনকে মেসেজ লেখে বা বার্তা পাঠায়৷ কোন্ বয়সের মানুষ তাকে বার্তা পাঠাচ্ছে, মোবাইল ফোনে এই সফ্টওয়্যার থাকলে তা সহজেই জানা যাবে৷ ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল জানিয়েছে, ল্যাঙ্ক্যাস্টার ইউনিভার্সিটির নকশা করা এই সফ্টওয়্যারটিতে এমন সব সর্বাধুনিক প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে, যাতে বার্তা লেখকদের বিভিন্ন বয়সের ভাষার ব্যাবহার সম্পর্কে বোঝা যাবে এবং এর মাধ্যমেই তাদের বয়স নির্ধারণ করা সম্ভব হবে৷ এছাড়া ফেসবুক বা টুইটারে অপ্রাপ্তবয়স্করা যে চ্যাট টেক্সট লিখছে, তাতেও এই সফ্টওয়্যারটি সংযোজন করা যাবে৷

বলা হচ্ছে, অপ্রাপ্তবয়স্কদের রক্ষা করার জন্যে বাজারে আরো সফ্টওয়্যার থাকলেও, ‘চাইল্ড ডিফেন্স' হচ্ছে প্রথম সফ্টওয়্যার, যা শিশুরাও ব্যাবহার করতে পারবে৷ তবে দাতব্য প্রতিষ্ঠান ন্যাশনাল সোসাইটি ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু চিলড্রেন(এনএসপিসিসি) বলছে, এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমেও অনলাইন যৌন নিপীড়কদের হাত থেকে শিশুদের সম্পূর্ণভাবে রক্ষা করা যাবে না৷ একই সঙ্গে প্রতিষ্ঠানটি মা-বাবাকে সতর্ক করে দিয়ে বলেছে, এই সফ্টওয়্যারের জন্যে আত্মতৃপ্তি লাভ করার কোন কারণ নেই৷ এনএসপিসিসি-র প্রধান ক্রিস ক্লোক বলেন, ‘‘নতুন এই সফ্টওয়্যার আমাদেরকে কিছুটা সময় দিয়েছে, এর ফলে আমরা চিন্তা করবো শিশুরা নিরাপদ আছে, তবে একই সঙ্গে আমাদেরকে শিশুদের রক্ষার জন্যে,আরো কিছু তৈরি করার চেষ্টায় এগিয়ে যেতে হবে৷'' তিনি বলেন, ‘‘কোন সন্দেহ নেই যে এই পদক্ষেপ আমাদেরকে যথেষ্টই সহায়তা করবে, কিন্তু শিশুদের যৌন হয়রানিতে লিপ্ত ব্যক্তিদের ধরতে হলে আমাদেরকে আরো বেশি কিছু করতে হবে৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়