1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড়র হতাশা, ছোটর প্রাপ্তি

২৯ সেপ্টেম্বর ২০১৩

একজন বিশ্বরেকর্ড গড়েও স্বীকৃতি পাননি৷ আরেকজন বছর শেষ করছেন বিশ্বসেরা হিসেবে৷ একজনের মনে পেয়েও না পাওয়ার হতাশা, অন্যজনের প্রাপ্তিতে পরিপূর্ণতা আর তৃপ্তি৷ গল্পটা টেনিসের দুই বোন ভেনাস আর সেরেনা উইলিয়ামসের৷

https://p.dw.com/p/19puI
MELBOURNE, AUSTRALIA - JANUARY 18: Venus Williams of the United States plays a forehand in her third round match against Maria Sharapova of Russia during day five of the 2013 Australian Open at Melbourne Park on January 18, 2013 in Melbourne, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)
ভেনাস উইলিয়ামসছবি: Getty Images

গেল সপ্তাহেরই ঘটনা৷ প্রায় দু'বছর অসু্স্থতা আর চোটের জন্য টেনিসের বাইরে থাকার পর, সম্প্রতি আবার কোর্টে ফিরেছেন ভেনাস উইলিয়ামস৷ উইলিয়ামস পরিবারের বড় বোন খেলছেনও চমৎকার৷ গত অক্টোবরে কেরিয়ারের সর্বশেষ শিরোপা জেতা মেয়েদের টেনিসের এই সাবেক নাম্বার ওয়ান একটা বিশ্বরেকর্ডও গড়ে বসেছিলেন৷ ক্যানাডার ইউজিনি বুশারের বিপক্ষে প্যান প্যাসিফিক ওপেনের কোয়ার্টার ফাইনালে তাঁর একটা সার্ভ ছুটে যায় ঘণ্টায় ২০৯ কিলোমিটার (১২৯ দশমিক ৯ মাইল) গতিতে! সবাই ভেবেছিলেন মেয়েদের টেনিস ইতিহাসে দ্রুততম সার্ভের বিশ্বরেকর্ড নতুন করে লেখা হয়ে গেছে৷ কিন্তু ৩৩ বছর বয়সি ভেনাসের দুর্ভাগ্য, প্রতিযোগিতায় যে যন্ত্রটি দিয়ে গতি মাপা হয়েছে সেটা অনুমোদিত নয় বলে আগের রেকর্ডটাকেই বিশ্বরেকর্ড হিসেবে মানার ঘোষণা দিয়েছে ডাব্লিউটিএ৷ তাতে ভেনাসের অবশ্য খুব বেশি ক্ষতি হয়নি৷ ২০০৮ সালে উইম্বলডনে ঘণ্টায় ২০৭ দশমিক ৬ কিলোমিটার বেগের একটা সার্ভ দেখে সবার চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল৷ সেই সার্ভটাও ছিল ভেনাসের এবং সেটাই এখনো বিশ্বরেকর্ড৷

Sisters Serena Williams (R) and Venus Williams of the U.S. celebrate after defeating Czech Republic's Andrea Hlavackova and Lucie Hradecka in the women's doubles tennis gold medal match at the All England Lawn Tennis Club during the London 2012 Olympic Games August 5, 2012. REUTERS/Stefan Wermuth (BRITAIN - Tags: OLYMPICS SPORT TENNIS TPX IMAGES OF THE DAY)
দুই বোন ভেনাস আর সেরেনা উইলিয়ামসছবি: Reuters

ওই একটা জায়গাতেই ভেনাসের চেয়ে পিছিয়ে আছেন সেরেনা উইলিয়ামস৷ সবচেয়ে বেশি গতির সার্ভটা বড় বোনের নামের পাশে দেখেই অভ্যস্ত তিনি৷ তবে দুই বোনের মধ্যে প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের কৃতিত্বটা যেমন তাঁর, তেমনি আরো অনেক প্রাপ্তিতেই সেরেনা ছোট হয়েও যোজন যোজন এগিয়ে৷ ভেনাস কেরিয়ারে সব মিলিয়ে জিতেছেন ৪৪টি একক শিরোপা, সেখানে গ্র্যান্ডস্লাম একক শিরোপা সাতটি ; সেরেনার ৫৫টি একক শিরোপার মধ্যে ১৭টিই এসেছে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট থেকে৷ এ বছরটাও দুর্দান্ত কাটছে সেরেনার৷ তিনমাস বাকি থাকতেই জিতে নিয়েছেন দুটি গ্র্যান্ডস্লামসহ মোট নয়টি শিরোপা৷ তার ফলে যা হবার তা-ই হয়েছে৷ সর্বশেষ ব়্যাংকিং থেকে এটা সবার বোঝা হয়ে গেছে যে, এ বছর যে যত চেষ্টাই করুক, বিশ্বসেরার জায়গাটি থেকে সেরেনাকে আর সরানো যাবে না৷ অর্থাৎ আগামী তিন মাস যদি বাড়িতে শুয়েবসেও কাটান তিনি, তারপরও মেয়েদের টেনিসে ‘নাম্বার ওয়ান' হিসেবেই বছর শেষ করবেন সেরেনা উইলিয়ামস!

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য