1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগ মডারেশন নিয়ে আলোচনায় শুভ ও জানা

২৪ জুন ২০১০

বাংলা ব্লগিং এর চর্চা দিনে দিনে বাড়ছে৷ বাড়ছে এই ইন্টারনেট লেখালেখির সঙ্গে মানুষের সখ্য৷ সেইসঙ্গে বেড়ে চলেছে ব্লগারদের চাহিদা৷ সবমিলিয়ে বাক স্বাধীনতার এক অনন্য বহিঃপ্রকাশ হয়ে উঠছে ব্লগিং৷

https://p.dw.com/p/O1Zt
সৈয়দা গুলশান ফেরদৌস জানাছবি: DW

তবে, ব্লগিং এর এই ক্রমবর্ধমান ধারা মাঝে মাঝে বিপত্তির কারণ হয়েও দেখা দেয়৷ বিশেষ করে নির্দিষ্ট কোন ব্যক্তিকে আক্রমণের চেষ্টা যেমন দেখা যায়, তেমনি রয়েছে কমিউনিটি ব্লগকে অশান্ত করে তোলার অপচেষ্টা৷ কখনো কখনো আবার অশ্লীলতার বেড়াজালে আবদ্ধ হচ্ছে ব্লগ৷ আর তাই, আলোচনায় উঠে আসছে মডারেশনের বিষয়টি৷ যদিও কেউ কেউ বলেন, মডারেশন ব্লগারের স্বাধীনতা খর্ব করতে পারে কিন্তু ঠিক তার উল্টোপিঠের কথা হচ্ছে সুষ্ঠু পরিবেশ রক্ষায় এই মডারেশন জরুরি৷

GMF Global Media Forum 2010 BOB Mohammad Ali
আলী মাহমেদছবি: DW/K.Danetzki

এই বিষয়টি নিয়েই আমরা কথা বলেছি বাংলাদেশের দুই ব্যক্তিত্বের সঙ্গে৷ একজন ব্লগার, নাম আলী-মাহমেদ শুভ৷ এবছর ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতার বিজয়ী তিনি৷ আর অন্যজন, সৈয়দা গুলশান ফেরদৌস জানা৷ জনপ্রিয় কমিউনিটি ব্লগ সাইট সামহোয়্যারইন ব্লগের প্রতিষ্ঠাতা তিনি৷ তাদের আলোচনায় উঠে এসেছে ব্লগ মডারেশনের নানা দিক, একইসঙ্গে সাইবার মবিং এর চর্চা রোধে নানা উপায়ের কথা৷

এই আলোচনা শুনতে পাবেন প্রতিবেদনের নীচের অংশ দেয়া লিংক থেকে ...

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক