1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন নাভ্রাতিলোভা

৯ এপ্রিল ২০১০

প্রাক্তন চেক-অ্যামেরিকান টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন৷ প্রাথমিক অপারেশনের পর তাঁর চিকিত্সা চলছে এখন৷

https://p.dw.com/p/MrQR
টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভাছবি: AP

মার্টিনা নাভ্রাতিলোভা৷ টেনিস বিশ্বের ৫৩ বছর বয়সি এই খ্যাতনামা প্রাক্তন চ্যাম্পিয়ন তাঁর ক্যারিয়ারে মোট নয়বার উইম্বলডন সহ ১৮টি গ্র্যান্ড স্লাম জিতেছেন৷ নাভ্রাতিলোভা জানান, যখন তিনি জানতে পারেন তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তখন তিনি কান্নায় ভেঙে পড়েন৷ ঐ সময়টায় তাঁর মনে হচ্ছিল, এ যেন আরেক নাইন ইলেভেন৷

এবিসি টেলিভিশনের ‘গুড মনিং অ্যামেরিকা' নামের অনুষ্ঠানটিতে প্রচারিত এক সাক্ষাতকারে নাভ্রাতিলোভা বলেন, ‘‘আমি তখন পুরোপুরি বিধ্বস্ত''৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রুটিন ম্যামোগ্রামে ধরা পড়ে তাঁর বাম দিকের স্তনে একটি টিউমার রয়েছে৷ তিনি জানান, তাঁর লিম্ফক্টোমি রয়েছে৷ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে বলেছেন, এই ক্যান্সার তাঁর লিম্ফে ছড়িয়ে পরার সম্ভবনা নেই৷

নাভ্রাতিলোভা আশা করছেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন৷ যেহেতু একটি স্তনই আক্রান্ত হয়েছে৷ তবে, মানসিকভাবে সময়টা তাঁর কাছে অত্যন্ত কঠিন হয়ে উঠেছে৷

নাভ্রাতিলোভার ভাষায়, ‘‘আমি একজন স্বাস্থ্যবান মানুষ৷ সারা জীবন আমি সুস্থ ছিলাম৷ হঠাৎ করেই আমার ক্যান্সার হলো''৷ যুক্তরাষ্ট্রের পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে নাভ্রাতিলোভার আরও মন্তব্য, আমার জীবন এবং আমার স্বাস্থ্য সবকিছু আমার নিজের নিয়ন্ত্রণেই ছিল৷ হঠাৎ করে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যা সম্পূর্ণ আমার হাতের বাইরে৷

নাভ্রাতিলোভার চিকিত্সকরা বলছেন, প্রাথমিক অবস্থাতেই টিউমারটি সনাক্ত করা সম্ভবপর হওয়ায় এই প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন দ্রুত সেরে উঠছেন৷ তাঁর টিউমারটি ইতোমধ্যে অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে তাঁকে ছয় সপ্তাহের জন্য রেডিয়েশন থেরাপি নিতে হচ্ছে৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক