1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ব্রেথ টেস্ট' ক্যান্সার সনাক্ত করতে পারবে

১১ আগস্ট ২০১০

অনেক ক্ষেত্রে ক্যান্সার ধরা পড়তে দেরি হওয়ার কারণে রোগীর মৃত্যু হয়৷ মারাত্মক এই রোগ চিহ্নিত করার পদ্ধতি অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল৷ এবার সেই চিত্র বদলাতে চলেছে৷

https://p.dw.com/p/Oi38
ক্যান্সার সনাক্ত করা এখনো কঠিন কাজছবি: picture-alliance/ dpa

ঠিক সময় ধরা পড়লে ক্যান্সার'এর চিকিৎসায় সাফল্য আজকাল মোটেই বিরল নয়৷ বিজ্ঞানীরা এবার ‘ব্রেথ টেস্ট' – অর্থাৎ মুখ থেকে নির্গত শ্বাসপ্রশ্বাস পরীক্ষা করে ক্যান্সার সনাক্ত করার কাজে সাফল্য অর্জন করেছেন৷ ‘ব্রিটিশ জার্নাল অফ ক্যান্সার'এর সাম্প্রতিক সংখ্যায় প্রকাশিত ফলাফল অনুযায়ী এই পরীক্ষার মাধ্যমে বেশ কয়েক ধরনের ক্যান্সার সনাক্ত করা সম্ভব হয়েছে৷

ইসরায়েলের হাইফা শহরে ‘টেকনিয়ন ইসরায়েল ইন্সটিটিউট অফ টেকনোলজি'র গবেষণা কেন্দ্রে ‘ব্রেথ টেস্ট'এর মাধ্যমে প্রথমে সাধারণ ও ক্যান্সার রোগীদের আলাদা করা সম্ভব হয়েছিল৷ ঐ প্রতিষ্ঠানে কর্মরত অধ্যাপক অ্যাব্রাহাম কুটেন ‘ব্রিটিশ জার্নাল অফ ক্যান্সার'এ প্রকাশিত গবেষণাপত্রের অন্যতম লেখক৷ সেখানে সোনার অতি ক্ষুদ্র ন্যানো পার্টিকেল বা কণার সেন্সর কাজে লাগিয়ে তথাকথিত ‘ভলাটাইল অরগ্যানিক' বা অস্থিতিশীল জৈব কম্পাউন্ড সনাক্ত করা সম্ভব হয়েছে৷ ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এই কম্পাউন্ড'এর অস্বাভাবিক মাত্রা দেখা যায়৷ তাছাড়া ক্যান্সার ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শরীরের কোষের বাইরের স্তরে রাসায়নিক পদার্থের নিঃসরণ বেড়ে যায়৷ সেন্সর তখন শ্বাসপ্রশ্বাসে সেই পদার্থ সনাক্ত করতে পারে৷ ফলে ক্যান্সার ছড়িয়ে পড়ার পর এক্স-রে করে টিউমার সনাক্ত করা পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হয় না৷ এই পূর্বাভাষের মাধ্যমে আগেভাগেই চিকিৎসা শুরু করা সম্ভব, যাতে ক্যান্সার'এর প্রসার রোধ করা যায়৷

MR-Mammographie bei Brustkrebs am Universitätsklinikum Jena
ঠিক সময়ে সনাক্ত করতে পারলে ক্যান্সারের চিকিৎসার কাজও অনেক সহজ হতে পারেছবি: picture-alliance/ dpa

সহজ ভাষায় বলতে গেলে ইলেকট্রনিক বা বৈদ্যুতিন এক নাকের মাধ্যমে সাধারণ ও ক্যান্সার রোগীদের শ্বাসপ্রশ্বাস আলাদা করা যায়৷ তাছাড়া ক্যান্সার রোগীদের ক্ষেত্রে ক্যান্সারের ধরনও সনাক্ত করা যায়৷ তবে এই পদ্ধতি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে৷ মাত্র ১৭৭ জনের শ্বাসপ্রশ্বাস পরীক্ষা করা হয়েছে৷ আরও বড় আকারে বহু রোগীর ক্ষেত্রে প্রয়োগ করার পর এই প্রযুক্তি নির্ভরযোগ্য স্তরে পৌঁছবে বলে আশা করা হচ্ছে৷ এই কাজে সফল হলে সহজে ও অতি কম ব্যয়ে ক্যান্সার সনাক্ত করা সম্ভব হবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই