1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ পশ্চাদপসারণ বিল পাস

১২ সেপ্টেম্বর ২০১৭

কনজারভেটিভ সরকারের সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও নিশীথ অধিবেশনে ৩৬ ভোটের ব্যবধানে ইউরোপীয় ইউনিয়ন থেকে পশ্চাদপসারণ সংক্রান্ত বিলটি পাস হলো৷

https://p.dw.com/p/2jmGg
London Palace of Westminster Parlament
ছবি: picture-alliance/prismaonline

ইউরোপীয় ইউনিয়ন পশ্চাদপসারণ বিলটির উদ্দেশ্য হলো, ২০১৯ সালের মার্চ মাসে ব্রিটেন যেদিন ইইউ পরিত্যাগ করবে, সেদিন ইইউ-এর ১২,০০০ আইন ও বিধিনিয়মকে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ আইনে পরিণত করা৷

সোমবার আট ঘণ্টা বিতর্কের পর হাউস অফ কমনস ৩২৬ বনাম ২৯০ ভোটে বিলটির সেকেন্ড রিডিং (দ্বিতীয় পাঠ) অনুমোদন করে, যার ফলে বিলটি সংসদীয় প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে যেতে পারবে৷ বিরোধীপক্ষের কিছু ভোট ও কিছু সদস্য ভোট দেওয়া থেকে বিরত না থাকলে সরকারের পরাজয় ঘটার আশঙ্কা ছিল৷

ইতিপূর্বে ব্রেক্সিটসেক্রেটারি ডেভিড ডেভিস ঘোষণা করেন যে, ‘‘এই বিলের বিরুদ্ধে একটি ভোট হবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিশৃঙ্খলভাবে বিদায় নেওয়ার সপক্ষে একটি ভোট৷''

‘‘ব্রিটিশ জনগণ বিশৃঙ্খলার পক্ষে ভোট দেননি এবং পার্লামেন্টেরও তা করা উচিত নয়,'' বলেন ডেভিস৷

প্রধানমন্ত্রী টেরেসা মে ভোটের ফলাফলকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেন, ‘‘যদিও আরো কাজ বাকি আছে, কিন্তু এই সিদ্ধান্তের অর্থ, আমরা শক্ত ভিত্তি নিয়ে আলাপ-আলোচনা চালিয়ে যেতে পারব এবং আমরা পূর্বাপর যুক্তরাজ্যের সব অংশ থেকে আগত সাংসদদের এই গুরুত্বপূর্ণ আইনটির কল্যাণে একত্রে কাজ করার উৎসাহ দেবো৷''

অতঃপর বিলটি কমিটি পর্যায়ে যাবে, যেখানে বিলের প্রতিটি উপাদান খুঁটিয়ে দেখা হবে৷ এরপর হাউস অফ লর্ডস বিলটি বিবেচনা করবে৷ শেষমেষ বিলটি হাউস অফ কমনস বা সংসদের নিম্নকক্ষে প্রত্যাবর্তন করবে, যাকে সেকেন্ড রিডিং বা দ্বিতীয় পাঠ বলা হয়৷

মন্ত্রীদের ক্ষমতায়ন

বিলটিতে চলতি ‘অষ্টম হেনরি ক্ষমতার' বিস্তারিত ব্যবহারের কথা বলে হয়েছে, যার মাধ্যমে মন্ত্রীরা সংসদের পূর্ণাঙ্গ পরীক্ষা ছাড়াই আইন সংশোধন করতে পারবেন, অর্থাৎ মন্ত্রীরা ইইউ আইনের ‘কমতি' বা ‘ঘাটতি' পূরণ করার ক্ষমতা পাবেন, বিলের বিরোধীরা যাকে সরকারের ‘ক্ষমতা দখলের' সঙ্গে তুলনা করেছেন৷

লেবার সাংসদ ওয়েন ডেভিড হাউস অফ কমনসকে বলেন যে, বিলটি ‘অবিবেচিত, জটিল ও অগণতান্ত্রিক... সরকারের ক্ষমতা দখল৷''

এমনকি কিছু সমালোচক জার্মানিতে ১৯৩৩ সালে ‘ক্ষমতায়ন আইন' পাসের কথা স্মরণ করেছেন, যে আইনের বলে চ্যান্সেলর আডল্ফ হিটলারের মন্ত্রীসভা রাইখস্টাগ বা সংসদকে সংশ্লিষ্ট না করে আইন প্রণয়নের ক্ষমতা পায়৷

অন্যান্যরা এ ব্যাপারে চিন্তিত যে, কনজারভেটিভ সরকার ইইউ-এর পরিবেশ ও কর্মসংস্থান সংক্রান্ত নিয়মাবলী বা মানবাধিকার সুরক্ষার মান শিথিল করার জন্য এই ক্ষমতা ব্যবহার করতে পারেন৷

মুখ্য বিরোধী দল লেবার পার্টি ও অপেক্ষাকৃত ছোট বিরোধী দল লিবারাল ডেমোক্র্যাটরা বলেছে যে, তারা ইইউ পশ্চাদপসারণ বিলের বিরুদ্ধে ভোট দেবে, কিন্তু ভোটে জেতার জন্য তাদের শাসক কনজারভেটিভ দলের ইইউ সমর্থক সাংসদদের সাহায্যের প্রয়োজন পড়বে৷

 

শেষ নির্বাচনের পর কনজারভেটিভ পার্টি একটি সংখ্যালঘু সরকার গঠন করে ও উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির সঙ্গে একটি ‘আস্থা ও সরবরাহ' চুক্তি স্বাক্ষর করে,যা অনুযায়ী ডিইউপি-র ১০ জন সাংসদ গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কনজারভেটিভদের সঙ্গে ভোট দেবেন৷

এসি/এসিবি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান