1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলারদের দাঁতের রোগ

৮ নভেম্বর ২০১৫

ইউসিএল ইস্টম্যান ডেন্টাল ইনস্টিটিউটের একটি জরিপ থেকে জানা গেছে যে, ব্রিটেনের প্রায় ৪০ শতাংশ পেশাদারি ফুটবলারের দাঁতের অবস্থা শোচনীয়৷ জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিন-এ৷

https://p.dw.com/p/1H0uu
ছবি: Fotolia/ Eric Fahrner

পেশাদারি ফুটবলারদের অর্থাভাব না থাকা সত্ত্বেও দৃশ্যত তারা পারতপক্ষে দাঁতের ডাক্তারের ছায়া মাড়াননা৷ নয়তো তাদের দাঁতের অবস্থা সমবয়সিদের চেয়ে এতো খারাপ হবে কী করে?

একদল ডেন্টিস্ট এবং ডাক্তার ইংল্যান্ড ও ওয়েলস-এর আটটি ক্লাবের ১৮৭ জন প্লেয়ারকে পরীক্ষা করে দেখেন৷ তাদের মধ্যে পাঁচটি ক্লাব ছিল প্রিমিয়ার লিগের: হাল, ম্যানচেস্টার ইউনাইটেড, সাদাম্পটন, সোয়ানসি সিটি ও ওয়েস্ট হ্যাম৷ দুটি ক্লাব ছিল সেকেন্ড ডিভিশনের এবং আরো একটি লিগ ওয়ান থেকে৷ প্লেয়ারদের বয়স ছিল ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে, গড়ে ২৪ বছর৷ প্রতিটি ক্লাবের ফুটবল দলের অন্তত ৯০ শতাংশ প্লেয়ারকে পরীক্ষা করা হয়৷

প্লেয়ারদের তিন-চতুর্থাংশ বলেছেন যে, তারা গত এক বছরের মধ্যে ডেন্টিস্টের কাছে গিয়েছেন, যদিও পরীক্ষা করে যা দেখা গিয়েছে, তার সঙ্গে এই বক্তব্য ঠিক মেলে না৷ অনেকে নাকি দাঁতব্যথা সত্ত্বেও ডেন্টিস্টের কাছে গিয়ে উঠতে পারেননি৷ কিন্তু সেটা কি ভয়ে, না বাহাদুরি দেখানোর জন্যে, নাকি সময় নেই বলে – জরিপে সেটা ধরা পড়েনি৷ মোট কথা, জরিপের সময় ছ'জনের মধ্যে একজন বলেছেন যে, তাঁর মুখে কিংবা দাঁতে ব্যথা আছে; চারজনের মধ্যে একজন বলেছেন, বেশি ঠাণ্ডা বা গরম কিছু খেলে তাদের দাঁত কনকন করে৷

জরিপের ডেন্টিস্ট ও ডাক্তাররা নাকি একাধিক প্লেয়ার দেখেছেন, যাদের দাঁত ক্ষয়ে স্নায়ু অবধি পৌঁছে গেছে এবং চোয়ালের ইনফেকশন সৃষ্টি করেছে৷ ৩৭ শতাংশের বাস্তবিক দাঁত ক্ষয়ে যাচ্ছে, ৫০ শতাংশের দাঁত অম্লের প্রভাবে ক্ষতিগ্রস্ত৷ প্রতি দশজন প্লেয়ারের মধ্যে আটজনের মাড়ির রোগ আছে৷ ৭৫ শতাংশের মুখের অর্ধেকই রোগগ্রস্ত৷ প্রতি বিশজনের মধ্যে একজনের মাড়ির দশা এমন, যে তা ঠিক করার আর কোনো উপায় নেই৷

সবচেয়ে বড় কথা: প্লেয়ারদের সাত শতাংশ বলেছেন যে, দাঁতের রোগ তাদের খেলা কিংবা ট্রেনিং-এর ওপরেও প্রভাব ফেলছে৷ আরো মজার কথা: অধিকাংশ ক্লাবের নিজেদের স্টাফের জন্য কোনো দাঁতের ডাক্তার নেই৷

এসি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য