1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিল-পর্তুগালের জমজমাট ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা

২৫ জুন ২০১০

আজ হচ্ছে দুই ব্রাজিলের লড়াই৷ অবাক হচ্ছেন? না, অবাক হবার মতো কোন ব্যাপার নয়৷ ইউরোপের ব্রাজিল বলা হয় পর্তুগালকে৷

https://p.dw.com/p/O3AO
আরও এক জয়ের অপেক্ষায় ব্রাজিল দলছবি: AP

ব্রাজিল – সে তো ব্রাজিল-ই৷ তাই দুই ব্রাজিলের লড়াই বলাটা কি ভুল হবে? অবশ্য নিজেদের অবস্থান নিশ্চিত করতে হলে পর্তুগালকে এই খেলায় অন্তত ড্র করতেই হবে৷

অন্য দিনগুলোর মত আজও চারটি খেলা৷ ডারবানে খেলছে পর্তুগাল ব্রাজিল৷ নেলসপ্রিট-এ খেলা হবে উত্তর কোরিয়া আর আইভরি কোস্টের মধ্যে৷ যদি এই খেলাতে আইভরি কোস্ট জিতে যায়, এবং ব্রাজিলের কাছে হেরে যায় পর্তুগাল, তাহলে হয়তো পর্তুগাল এবং আইভরিকোস্ট কে খেলতে হবে গ্রুপ জি এর দ্বিতীয় স্থানধারী কে হবেন তা নির্ধারণে৷

বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আজ শুক্রবার রাতে প্রিটোরিয়ায় চিলির বিপক্ষে ‘এইচ গ্রুপের গুরুত্বপূর্ণ খেলাটিতে বর্তমান ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেনকে অবশ্যই জিততে হবে৷

এ খেলায় স্পেনকে শুধুমাত্র জিতলেই হবে না, গ্রুপ-এইচ এর প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে আকস্মিক ভাবে ১-০ গোলে হারায়, তারা যে পিছিয়ে পড়েছে, সেটাও কাটিয়ে উঠতে হবে গোল ব্যবধান বাড়িয়ে৷ তবে শেষ ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ যেহেতু এখনও পর্যন্ত গোলবিহীন থাকা হন্ডুরাস, তাই তারকা-নির্ভর স্পেনের জন্য কিছুটা দুশ্চিন্তা বয়ে আনতে পারে এই খেলাটি৷

যাহোক, নক আউট পর্বে দেখা যাবে আরও ছন্দময় খেলা৷ আরও বেশি গতি৷ তবে সকলের প্রত্যাশা, লাল হলুদ কার্ডের বাহুল্য বর্জিত হোক ম্যাচগুলো৷ এক কথায় ফেয়ার প্লে যাকে বলা হয়৷

তবে প্রথম পর্ব থেকে ছিটকে পড়া দলগুলোর জন্য কিন্তু সহানুভূতি অব্যাহত হয়েছে৷ এই যেমন বিশ্বকাপের দৌড় থেকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বাদ পড়ায় দু:খ প্রকাশ করেছেন ব্রাজিলের কোচ ডুঙ্গা৷

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সকে ২-১ গোলে পরাজিত করা সত্ত্বেও নক আউট পর্বে উঠতে ব্যর্থ হয় বাফানা বাফানারা৷ ফলে গ্রুপের তৃতীয় দলের স্থান দখল করেই সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিক দলটিকে৷ ওই গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থান নিয়ে নক আউট পর্বে উন্নীত হয়েছে যথাক্রমে উরুগুয়ে ও মেক্সিকো৷

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত দ্বিতীয় পর্বে উঠতে ব্যর্থ হয়েছে কোন স্বাগতিক দল৷

প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক