1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা ছেড়ে পালিয়েছে হেফাজত

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ মে ২০১৩

ঢাকার মতিঝিল এখন যেন ধ্বংসস্তূপ৷ হেফাজতে ৮ ঘন্টার তাণ্ডবে পুড়েছে দোকান, মার্কেট, বাণিজ্যিক ভবন, অফিস গাড়ি সব কিছু৷ হেফাজত পিছু হটার পর এখন সেখানে ছাই আর ছাই, গাড়ির কঙ্কাল৷

https://p.dw.com/p/18Sic
ছবি: Reuters

ঢাকার মতিঝিল, বায়তুল মোকাররম আর পল্টনসহ আশপাশ এলাকায় এখন সর্বস্ব হারানো মানুষের আহাজরি৷ ফুটপাতে বই বিক্রি করেন আবুল খায়ের৷ বায়তুল মোকাররম এলাকায় তার ধর্মীয় বইয়ের দোকান রবিবার সে বন্ধ রেখেছিল হেফাজতের অবরোধের কারণে৷ কিন্তু তার সেই বইয়ের দোকান পুড়ে খাঁক হয়েছে হেফাজতের আগুনে৷ সে তার উপার্জনের সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়ে৷

বায়তুল মোকাররম এলাকার জুয়েলারি দোকানগুলোতে শুধু আগুনই দেয়া হয়নি, করা হয়েছে লুটপাট৷ আগুন দেয়া হয়েছে পল্টনে সিপিবির অফিস মুক্তি ভবনে৷ ব়্যাঙ্গস ভবনে ‘সকালের খবর’ পত্রিকা অফিসে৷ হেফাজতের লোকজন অবরোধের পর সমাবেশের নামে রবিবার দুপুর ১২টা থেকে রাত পর্যন্ত মতিঝিল এবং আশপাশ এলাকা জুড়ে চালায় ব্যাপক তাণ্ডব৷ শতাধিক দোকান আর আর শত শত গাড়িতে আগুন দেয়৷ পুলিশ বাধা দিতে গেলে ঐ এলাকা পরিণত হয় যুদ্ধক্ষেত্রে৷ শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, সেখানকার আবাসিক ভবনগুলোতে এক নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়৷ সেগুনবাগিচার একটি ফ্ল্যাটের বাসিন্দা রিফাত আহমেদ জানান, বিকেলের দিকে হেফাজত কর্মীরা তাদের ফ্ল্যাটে ঢুকে সেখান থেকে পুলিশের ওপর হামলা চালায়৷ রাত নামার পর তারা আশপাশের বন্ধ দোকানপাট ভেঙে লুটপাট চালায়৷

Blasphemie Gesetz Ausschreitungen Dhaka
পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছেছবি: Reuters

এই পরিস্থিতিতে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রবিবার বিকেল পর্যন্ত ৩ জন নিহত হন৷ আর হেফাজত আমির আল্লামা শফি মতিঝিলে না এলেও অন্য নেতারা তাদের ১৩ দফা দাবি না মানা পর্যন্ত মতিঝিল শাপলা চত্বরে তাদের অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়৷ পুলিশ রাতে তাদের বার বার উঠে যাওয়ায় অনুরোধ করলেও তারা তাতে কান দেয়নি৷ উল্টো সড়কে গাছ ফেলে, রোড ডিভাইডারের ব্লক ভেঙে, আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে৷

রাত আড়াইটার দিকে বিজিবি, ব়্যাব এবং পুলিশের যৌথ বাহিনী মতিঝিলকে ঘিরে ৩ দিক থেকে অভিযান শুরু করে৷ মতিঝিলে প্রায় এক লাখ হেফাজত কর্মী তখন অবস্থান করলেও ১০ মিনিটের মধ্যেই তারা পিছু হটে৷ তারা মতিঝিল ছেড়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়৷

হেফাজত কর্মীদের কয়েকজন জানান অভিযান শুরু হতেই অস্থায়ী মঞ্চে অবস্থানরত নেতারা পালিয়ে যাওয়ায় তাদেরও পালানো ছাড়া আর কোন পথ ছিলনা৷ ভোর পর্যন্ত যৌথ বাহিনীর এই অভিযানের মুখে হেফাজতের অনেক কর্মী বিভিন্ন ভবনেও আশ্রয় নেয়৷ পরে তারা দু হাত তুলে বেরিয়ে আসলে পুলিশ তাদের যাত্রাবাড়ির দিকে পালানোর সুযোগ করে দেয়৷ অভিযানের মুখে আটকে পড়াদের একটি বড় অংশ ছিল বিভিন্ন মাদ্রাসার শিশু ও কিশোর৷ তারা জানায়, হুজুররা তাদের নিয়ে এলেও তাদের রেখে পালিয়েছে৷ মধ্যরাতে যৌথ বাহিনীর এই অভিযানে এক পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷

Blasphemie Gesetz Ausschreitungen Dhaka
পল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছিলছবি: Reuters

অভিযানে নেতৃত্বদানকারী ব়্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান কর্নেল জিয়াউল আহসান ডয়চে ভেলেকে জানান, ৩ স্তরের এই অভিযানে ১০ হাজার পুলিশ, ব়্যাব এবং বিজিবি অংশ নেয়৷ তিনি বলেন, হেফাজতকে বিকেল ৫টা পর্যন্ত মতিঝিলে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছিল৷ তার সেই শর্ত ভঙ্গ করে সেখানে অনির্দিষ্টকালের অবস্থানের ঘোষণা দেয় এবং শুরু থেকেই ব্যাপক সহিংসতা চালায়৷ একারণেই তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়৷ তবে তিনি দাবি করেন, অভিযান চালানোর আগে তাদের উঠে যেতে বার বার অনুরোধ করা হয়৷ পুলিশ হ্যান্ডমাইকে বার বার ঘোষণা দেয়৷

এদিকে মতিঝিল থেকে পালিয়ে যাওয়ার পর হেফাজত কর্মীদের বড় একটি অংশ সোমবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর এবং সিদ্ধিরগঞ্জে অবস্থান নিয়েছে৷ তারা সেখানে পুলিশ ফাঁড়িতে আগুন ও পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে৷ সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন৷

এদিকে রবিবার রাতেই শাহবাগের গণজাগরণ মঞ্চের মঞ্চসহ সব কিছু সরিয়ে ফেলেছে পুলিশ৷ আর শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক খুলে দেয়া হয়ছে৷

এদিকে জামায়েত নিয়ন্ত্রিত ২টি বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত এবং ইসলামিক টিভি'র সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে৷ দিগন্ত টেলিভিশনের কর্মকর্তারা জানান, ভোররাতে বিটিআরসির কর্মকর্তারা দিগন্তের সম্প্রচার বন্ধ করে দেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য