1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ব্যাটিং পাওয়ার প্লে’ নিয়ে চিন্তিত বাংলাদেশ

১ ফেব্রুয়ারি ২০১১

বিশ্বকাপ ক্রিকেটের বাকি আর মাত্র ক’দিন৷ এরপরেই ভারতের বিপক্ষে দেশের মাটিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ৷ কঠোর অনুশীলনের ফাঁকেই টাইগাররা জানালো, ব্যাটিং পাওয়ার প্লেতে রান কী করে আসবে সেই ছকই তাঁরা কষছেন৷

https://p.dw.com/p/1088L
এমনই হাসতে চায় বাংলাদেশের টাইগাররা (ফাইল ফটো)ছবি: AP

বিশ্বকাপে ভাল করতে নিরলস চেষ্টা চলছে টাইগারদের৷ সোমবার অনুশীলন শেষে মিডিয়ার সামনে এলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ৷ তিনি বলেন, আমরা সর্বশেষ দুটি সিরিজে ভাল খেলেছি৷ তবে ব্যাটিং পাওয়ার প্লেতে রান না আসাটা ছিল আমাদের বড় সমস্যা৷ বিষয়টি নিয়ে নানা ছক কাটা হয়েছে৷ ঘরোয়া লিগেও দলের সবার মাথায় এটি ছিল৷ সেখানে সেই কৌশলগুলো প্রয়োগ করে ভাল ফলাফলও পাওয়া গেছে৷ তিনি জানালেন, আসন্ন বিশ্বকাপে পাওয়ার প্লেতে ভাল খেলার আশা রাখছে বাংলাদেশ টিম৷

তিনি বললেন, বিশ্বকাপে ব্যাটিং পাওয়ার প্লে কাজে লাগাতে চাই আমরা৷ তিনি যেহেতু সপ্তম ব্যাটসম্যান হিসেবে নামবেন, তাই তাঁর প্রতি এ জন্য দায়িত্বটাও বেশি, জানালেন তিনি৷

মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘এবারের বিশ্বকাপে আমরা খুব ভাল খেলবো বলেই আশা করছি৷ নিজেদের মাঠে খেলা হওয়াতে বেশি সুবিধা পাওয়া যাবে৷ দলের সবাই এটাকে কাজে লাগাতে চায়৷'

প্রথম ম্যাচ ভারতের সাথে এবং তারা দারুণ ফর্মে রয়েছে- এমন প্রশ্নের জবাবে রিয়াদের উত্তর: ‘আমরাও শেষের অনেকগুলি ম্যাচ ভাল খেলেছি৷ তাই আমাদের জন্য প্রথম ম্যাচে ভাল খেলাটা সম্ভব৷'

রিয়াদ আরও বলেন, বিশ্বকাপে ভাল কিছু করতে হলে সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে৷ তিনি জানালেন, বিশ্বকাপের আসরে বাংলাদেশের মূল অস্ত্র হলো স্পিনাররা৷ তিনি নিজেও একজন স্পিনার৷ রাজ্জাক, সাকিব ও শুভর সাথে তিনিও সেরা খেলটা খেলতে পারলে ফলাফল অনুকূলে আনা সম্ভব বলেই তিনি মনে করছেন৷ তবে বিশ্বকাপের আগে একজন স্পিন কোচ পেলে জন্য ভাল হতো বলে মন্তব্য এই অল রাউন্ডারের৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়