1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোরকা নিয়ে হাইকোর্টের নতুন আদেশ

২৩ আগস্ট ২০১০

রাজনীতি, দুর্নীতি, আইন আদালত সহ নানা ইস্যু আজ সংবাদপত্রগুলোর মূল খবর হয়ে উঠে এসেছে৷ তবে এর মধ্যেও বোরকা নিয়ে হাইকোর্টের নির্দেশের খবরটি সবার নজর কাড়বে৷

https://p.dw.com/p/OthR
supreme court in Bangladesh
ছবি: Harun Ur Rashid Swapan

ভিন্ন ভিন্ন খবর

আজ পত্রিকাগুলো ভিন্ন ভিন্ন খবরকে তাদের মূল শিরোনাম করেছে৷ যেমন কালের কন্ঠের শিরোনাম বোরকা পরতে বাধ্য করা যাবে না৷ সমকালের শিরোনাম ঈদের পর উত্তপ্ত হবে রাজনীতি, নয়া দিগন্তও একই বিষয়কে তাদের মূল খবর করেছে৷ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঠদান ব্যবসা বন্ধে নতুন প্রযুক্তি নিয়ে লিড খবর করেছে যুগান্তর৷ আর কড়াইল বস্তি নিয়ে প্রভাবশালীরা যে বাণিজ্য চালাচ্ছেন সে বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনকে মূল শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক৷ অন্যদিকে আমার দেশ এর শিরোনাম বাংলাদেশের গ্যাস দিয়ে আগরতলায় তৈরি হচ্ছে বিদ্যুৎ প্ল্যান্ট৷

বোরকা পরা না পরা

কালের কন্ঠে প্রকাশিত প্রতিবেদন থেকে যা জানা গেছে, সেটা হলো নাটোরের রাণী ভবানী মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক দুই মাস আগে কলেজে যোগ দেওয়ার পর নির্দেশ দেন প্রত্যেক ছাত্রীকে বোরকা পরে আসতে হবে৷ তাঁর এই নির্দেশ না মানায় অনেক ছাত্রীকেই কলেজে ঢুকতে দেওয়া হয়নি৷ এই নিয়ে নানা অভিযোগ তুলেন সেখানকার ছাত্রীরা৷ ঘটনাটি পত্রিকাতে ছাপা হলে দুই আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক ও অ্যাডভোকেট কে এম হাফিজুল আলম তা হাইকোর্টের নজরে আনেন৷ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের দ্বৈত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দেন যে শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলে কোন নারীকে জোর করে বোরকা পরানো যাবে না৷ একইসঙ্গে হাইকোর্ট রাণী ভবানী মহিলা কলেজের অধ্যক্ষকে আদালতে হাজির হতেও নির্দেশ দিয়েছে৷

গোলাম আজমের যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত

জামায়াতে ইসলামির সাবেক আমির গোলাম আজমের যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত শুরু করেছে তদন্ত দল৷ এই খবরটি বিডিনিউজসহ বেশ কয়েকটি বার্তাসংস্থা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে৷ এতে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধ চলাকালে ব্রাহ্মণবাড়িয়াতে শিরু মিয়া ও তাঁর ছেলেকে হত্যার অভিযোগ রয়েছে গোলাম আজমের বিরুদ্ধে৷ এই নিয়ে তদন্ত করছে তদন্ত দল৷ রোববার তারা জেলা প্রশাসকের সঙ্গেও এই নিয়ে বৈঠক করেছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়