1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেলজিয়ামে বোরখা পরার উপর নিষেধাজ্ঞা

৩০ এপ্রিল ২০১০

বোরখা এবং নেকাবের উপর নিষেধাজ্ঞা আরোপের বড় এক উদ্যোগ আংশিক সফল হয়েছে বেলজিয়ামে৷ দেশটির সংসদের নিম্নকক্ষে বিপুল ভোটে অনুমোদন পেয়েছে নিষেধাজ্ঞার প্রস্তাব৷ তবে, ইতিমধ্যেই এর বিরোধিতা শুরু করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা

https://p.dw.com/p/NAUI
ফাইল ফটোছবি: Dzevad Sabljakovic

বেলজিয়াম সংসদের নিম্নকক্ষ বোরখার উপর নিষেধাজ্ঞা সম্পর্কিত একটি প্রস্তাব অনুমোদন করেছে৷ এই প্রস্তাবের আওতায় নারীরা বোরখা পরতে পারবেন না, কিংবা মুখমণ্ডলের অংশ বিশেষ ঢেকে রাখতে নেকাবও ব্যবহার করতে পারবেন না৷

কার্যত এই প্রস্তাবের মাধ্যমে নারীদের বোরখা বা নেকাব পড়াকে অপরাধের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, যার শাস্তি ১৫ থেকে ২৫ ইউরো জরিমানা, এমনকি সাত দিনের কারাভোগ৷

তবে, বোরখা নিষিদ্ধের এই প্রস্তাব এখনই কার্যকর হচ্ছে না৷ কারণ এটিকে আইনে পরিণত করতে সংসদের উচ্চকক্ষের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন এবং সেটা হতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যে৷ বিশেষজ্ঞরা বলছেন, নিম্নকক্ষে যে প্রস্তাবের সপক্ষে ১৩৬ জন সাংসদের ভোট পড়েছে, উচ্চকক্ষে তা আটকানোর কোন কারণ নেই৷ কিন্তু বিপত্তি অন্য ক্ষেত্রে, কারণ বেলজিয়ামে ওলন্দাজ এবং ফরাসী ভাষাভাষীদের নিয়ে চলছে চরম রাজনৈতিক সংকট৷ আর এই সংকটের ফলে যদি সংসদ ভেঙ্গে যায়, তাহলে বোরখা নিষেধের এই প্রস্তাব চূড়ান্ত রূপ পেতে অনেক বেশি সময় লাগবে৷

এদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইতিমধ্যেই এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে৷ সংস্থাটির কর্মকর্তা জন ডালহয়জেন এই প্রসঙ্গে বলেন, মুখমণ্ডল ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞার মাধ্যমে বোরখা বা নেকাব ব্যবহারকারী নারীদের ব্যক্তি স্বাধীনতা এবং ধর্মীয় অনুভূতির উপর আঘাত করা হচ্ছে৷

বেলজিয়ামে বসবাসরত মুসলমানদের সংখ্যা কিন্তু নেহাৎ কম নয়৷ দেশটির মোট জনসংখ্যার ৩ শতাংশই মুসলমান৷ এই জনগোষ্ঠীর মধ্যে বোরখা নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া৷ দেশটির মুসলমানদের একটি সংগঠনের নারী নেত্রী ইসাবেল প্রেইল সতর্ক করে দিয়ে বলেছেন, এই নিষেধাজ্ঞা একটি বিপজ্জনক নজির স্থাপন করবে৷

তিনি বলেন, বোরখা পরা সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতার বিষয়৷ বেলজিয়ান, ইউরোপীয় কিংবা আন্তর্জাতিক অধিকার আইন এটিকে অনুমোদন করে৷

বেলজিয়ামের একজন ক্যাথলিক বিশপও বোরখা নিষিদ্ধ করার নিন্দা করেছেন৷ তাঁর প্রশ্ন, মানুষের ব্যক্তিগত বিশ্বাসের প্রতীককে নিয়ন্ত্রণের অধিকার কি সরকারের আদৌ আছে?

উল্লেখ্য, বেলজিয়াম হচ্ছে ইউরোপের প্রথম দেশ, যারা বোরখার উপর নিষেধাজ্ঞার প্রস্তাব অনুমোদন করলো৷ ইউরোপের আরো কয়েকটি দেশেও বোরখা নিষেধের উদ্যোগ নিয়ে আলোচনা চলছে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী