1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেনজির হত্যার জন্য দায়ী অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থা: জাতিসংঘ

১৬ এপ্রিল ২০১০

পাঞ্জাবের কর্তৃপক্ষ এবং রাওয়ালপিন্ডির পুলিশ বেনজির ভুট্টোকে রক্ষা করার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে৷ ১,৩৭১ জন কর্মকর্তার সমন্বয়ে বেনজিরের নিরাপত্তায় যে পুলিশ বাহিনী পাঠানোর পরিকল্পনা ছিল, শেষ পর্যন্ত তাও পাঠানো হয়নি৷

https://p.dw.com/p/MxxZ
বেনজির ভুট্টোছবি: AP

যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা থাকলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মৃত্যু এড়ানো যেতো ৷ সে কথাই বলা হয়েছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে৷ বৃহস্পতিবার প্রকাশিত ঐ প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের তত্ত্বাবধানে

কেন্দ্রীয় সরকার সাবেক প্রধানমন্ত্রী বেনজিরের জন্যে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেনি৷ নিরাপত্তা ব্যবস্থা ছিল মারাত্মক রকমের অপ্রতুল৷

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, পাঞ্জাব প্রদেশের কর্তৃপক্ষ এবং রাওয়ালপিন্ডি জেলার পুলিশ বেনজির ভুট্টোকে রক্ষা করার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে৷ এমন কি বেনজিরের নিরাপত্তায় পুলিশ বাহিনীর যে সংখ্যক সদস্য পাঠানোর পরিকল্পনা ছিল, শেষ পর্যন্ত সেই পুরো পুলিশ বাহিনীও পাঠানো হয়নি৷ প্রতিবেদনে আরো বলা হয়, প্রথমত, নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল ছিল, দ্বিতীয়ত, তদন্ত কাজেও গাফিলতি রয়েছে৷ যেমন, শুধু হামলা তদন্ত নয়, হামলার পরিকল্পনা এবং ঐ হামলায় কারা অর্থ যোগালো সেই বিষয়টিও যথাযথ ভাবে তদন্ত করা হয়নি৷

Pakistan Benazir Bhutto ermordet in Rawalpindi
বেনজিরের ওপর হামলার ঠিক আগে, রাওয়ালপিন্ডিতে জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন তিনিছবি: AP

প্রতিবেদনে আরো বলা হয়, পাঞ্জাব বা রাওয়ালপিন্ডি যে জায়গার কথাই বলা হোক না কেন, তারা জানতো বেনজির ভুট্টোর জন্যে জরুরি নিরাপত্তা ঝুঁকি রয়েছে৷ তাঁর ওপর অন্য কোন ভাবে নতুন করে হামলা হতে পারে৷ আর সেই ধরনের হামলা প্রতিরোধ করার মত নিরাপত্তা ব্যবস্থা তারা নিতে পারতো৷

জাতিসংঘের তিন সদস্যের একটি তদন্ত প্যানেল শুক্রবার তাদের প্রতিবেদনে এই কথা জানিয়েছে৷ জাতিসংঘে নিযুক্ত চিলির রাষ্ট্রদূত হেরাল্ডো মুনোজের নেতৃত্বে এই স্বাধীন তদন্ত কমিটি বেনজির ভুট্টোর হত্যা ঘটনার তদন্ত করেছে৷ ২০০৭ সালের ২৭-শে ডিসেম্বর গুলি এবং বোমা হামলায় প্রাণ হারান ভুট্টো৷ ইসলামাবাদের কাছাকাছি রাওয়ালপিন্ডি শহরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার পর, ভুট্টোর ওপর হামলা চালানো হয়৷ বেনজির ভুট্টোর স্বামী পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির অনুরোধে জাতিসংঘ এই তদন্ত চালায়৷

জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে প্রতিবেদনটি হস্তান্তর করা হয়েছে৷ মহাসচিব বান, জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল্লাহ হুসেইন হারুনকে প্রতিবেদনটির একটি কপি দিয়েছেন, যাতে তিনি ইসলামাবাদে তাঁর সরকারকে এটি পাঠাতে পারেন৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম