1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেত্রাঘাতের শাস্তি থেকে নিষ্কৃতি পেলেন এক মালয়েশিয়ান নারী

১ এপ্রিল ২০১০

মালয়েশিয়ায় সুলতান বেত্রাঘাতের শাস্তি থেকে নিষ্কৃতি দিলেন এক নারীকে৷ বিয়ার পানের কারণে মুসলিম এই নারীকে বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছিল শরিয়া আদালত৷

https://p.dw.com/p/Mk6U
মালয়েশিয়ার দুই নারীছবি: Klaus Bardenhagen

দুইবছর আগে ৩৩ বছর বয়সি কারতিকা সারি দেবী বিয়ার পানের কারণে এই শাস্তি পান৷ তাঁকে ৫,০০০ রিঙ্গিট বা ১,৩৫১ ডলার জরিমানা করে শরিয়া আদালত৷ এবং ছয়বার বেত্রাঘাত শাস্তি হিসেবে নির্ধারণ করে৷

দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ একাধিকবার এই বেত্রাঘাতের শাস্তি স্থগিত রাখেন৷ আর এর পর দেবীর মামলাটি পাহাং অঞ্চলের সুলতানের কাছে উপস্থাপিত হয়৷ কারণ ইসলামি পরিষদের প্রধান হিসেবে তিনিই একমাত্র আদালত নির্দেশিত এই শাস্তি মকুব করতে পারেন৷

কারতিকা সারি দেবীর বাবা জানান, সুলতান তাঁর মেয়ের বেত্রাঘাতের শাস্তি মকুব করে দিয়েছেন৷ তবে এই শর্তে যে তাঁকে সমাজ কল্যাণমূলক কাজ করতে হবে৷ ২৬ মার্চের তারিখ দেয়া এক চিঠি পান দেবী

স্টেট ইসলামি এবং মালয় সংস্কৃতি পরিষদের কাছ থেকে৷ ঐ চিঠিতে বলা হয়, সুলতান তাঁকে বেত্রাঘাতের শাস্তি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷

দেবীর বাবা স্টার পত্রিকাকে জানান, সুলতান দেবীকে তিন সপ্তাহ সমাজে কল্যাণমূলক কাজে অংশ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন৷

দুই বছর আগে শরিয়া আদালত বিয়ার পানের জন্য দেবীকে যে শাস্তির নির্দেশ দেয় তার বিরুদ্ধে নারী অধিকার সংগঠনগুলো প্রতিবাদ জানায়৷ তারা বলে, এই রায়ের মধ্য দিয়ে দেবীর মানবাধিকার ক্ষুন্ন করা হয়েছে৷

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিবাহ বর্হিভূত সম্পর্কের কারণে মালয়েশিয়ার তিন নারীকে বেত্রাঘাতের নির্দেশ দেয় আদালত৷ আর এই ধরণের শাস্তির বিধানে ক্ষোভ প্রকাশ করে নারী অধিকার সংগঠনগুলো৷

এই ধরণের শাস্তির বিধান থেকে এই মর্মে গভীর উদ্বেগ দেখা দেয় যে রক্ষণশীল এবং কট্টর ইসলামপন্থিরা দেশের বিচার বিভাগের ওপর ক্রমশই প্রভাব অর্জন করছে৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক