1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বেওয়াচ’ তারকা পামেলা অ্যান্ডারসন ভারতে

১৬ নভেম্বর ২০১০

ক্যানাডিয় মডেল এবং সাবেক ‘‘বেওয়াচ'' স্টার পামেলা অ্যান্ডারসনকে ভারতের রিয়্যালিটি টেলিভিশন শো ‘‘বিগ বস''-এ দেখা যাবে৷ ‘‘বিগ বস'' ‘‘বিগ ব্রাদার''-এর ভারতীয় সংস্করণ৷ এই উপলক্ষ্যে পামেলা ইতোমধ্যে মুম্বাইয়ে পৌঁছে গেছেন৷

https://p.dw.com/p/QAGN
গোটা বিশ্বে পামেলা অ্যান্ডারসনের ভক্তের অভাব নেইছবি: picture-alliance / dpa
Pamela Anderson Plakat für Vegetarier
শুধু খাওয়া নয়, নিরামিষ ‘পরতেও’ ভালবাসেন পামেলাছবি: AP

এই তারকা সোমবার রাতে ভারতের মুম্বাই শহরে পৌঁছলে তাঁকে দেখার জন্যে বিমান বন্দরে ভীড় জমে যায়৷ ভারতে নেমেই এই হলিউড সেলিব্রিটি বলেন, ‘‘নমস্তে ইন্ডিয়া৷ আমি ভারতে আসতে পেরে এবং ‘‘বিগ বস''-এর সবার সঙ্গে মিলিত হবার সুযোগ পেয়ে খুব উত্তেজিত৷'' তিনি বলেন, ‘‘আসলে ভারতে এটিই আমার প্রথম সফর৷ আমি এখানে যতদিন থাকবো দেশটি সম্পর্কে আমার ধারণা হবে বলেই আমি আশা করছি৷''

‘‘বিগ বস''-এ অতিথি তারকা হিসেবে যোগ দিতে এই প্রথম কোন মার্কিন নাগরিককে আমন্ত্রণ জানানো হলো৷ স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, পামেলা অ্যান্ডারসনকে ‘‘বিগ বস''-এ অংশ নেওয়ার জন্যে ২৫ মিলিয়ন ভারতীয় টাকা অর্থাৎ ৫ লাখ ৬০ হাজার ডলার দেওয়া হয়েছে৷ কালারস চ্যানেলের প্রোগ্রামিং প্রধান অশ্বিনী ইয়ার্দি বলেছেন, পামেলা অ্যান্ডারসন সেলিব্রিটি অতিথি হিসেবে অনুষ্ঠানে আসছেন৷ আর এর ফলে শো'টির আকর্ষণের মাত্রা কয়েকগুন বেড়ে যাবে৷

Pamela Lee Anderson - Baywatch
বেওয়াচ সিরিয়ালে পামেলাছবি: picture-alliance/ dpa

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা
সম্পাদনা:আব্দুল্লাহ আল-ফারূক