1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেআইনি জমি নিয়ে সংবাদ শিরোনামে ‘মহারাজ’

২৬ মে ২০১১

‘বাংলার বাঘ’ সৌরভ গঙ্গোপাধ্যায়’কে কে না চেনে ! কিন্তু এবার, ক্রিকেট সংক্রান্ত কোনো বিষয়ে নয়, সল্টলেকে একটি স্কুল তৈরি করতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি

https://p.dw.com/p/11OVs
স্কুল তৈরি করতে গিয়ে বিপাকে পড়েছেন সৌরভছবি: AP

বৃহস্পতিবার হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, সল্টলেকে একটি স্কুলের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়'কে রাজ্য সরকারের দেওয়া জমিটি বেআইনি৷ তাই আগামী দু'সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে সেই জমি ফেরত দিতে হবে সৌরভকে৷ নির্দেশ খোদ সুপ্রিম কোর্ট'এর৷


শোনা যায়, ২০০৬ সালে সল্টলেক সেক্টর ওয়ানের বিএস ১৫৮ নম্বর প্লটে ৫০ কাঠার একটি জমি লিজ দেওয়ার বিজ্ঞাপন দেয় রাজ্য সরকার৷ সেখানে, একটা স্কুল তৈরির জন্য জমিটি লিজ নেন মহারাজ নামে খ্যাত সৌরভ গঙ্গোপাধ্যায়৷

এরপর, তত্‍কালীন পুর ও নগর উন্নয়নমন্ত্রী অশোক ভট্টাচার্যকে চিঠি লিখে ঐ জমিটির বদলে সল্টলেকের সিএ ব্লকের ৬৩ কাঠার একটি জমির জন্য আবেদন করেন তিনি৷ রাজ্য সরকার জমিটি বদলেও দেয়৷ আর তার জন্য বাড়তি টাকাও দিতে হয় সৌরভকে৷ আর সেটাই কাল হয়ে দাঁড়ায় গাঙ্গুলির জন্য৷

কারণ এরপরই, সৌরভ'কে বেআইনি ভাবে ঐ জমি দেওয়া হয়েছে বলে কলকাতা আদালতে মামলা করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন৷ সেই মামলায় সৌরভ'এর পক্ষেই রায় দেয় কলকাতা হাইকোর্ট৷ কিন্তু হাইকোর্টের সেই রায়কে আজ খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত৷ আর রাজ্য সরকারকেও জমির জন্য নেওয়া টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক