1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৃহস্পতিবার বসনিয়ার বিরুদ্ধে খেলবে ল্যোভ'এর টিম

৩ জুন ২০১০

বিশ্বকাপ ফুটবলের জন্য প্রস্তুত জার্মান টিম৷ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে জার্মানি এক প্রদর্শনী ম্যাচে বসনিয়া হ্যারৎসোগোভিনার মুখোমুখি হচ্ছে৷

https://p.dw.com/p/Ng9H
গত ৭৬ বছরে জার্মান জাতীয় দলে এত বেশি তরুণ খেলোয়াড় দেখা যায় নিছবি: AP

কোচ ইওয়াখিম ল্যোভ'এর ২৩ জনের টিম কতটা প্রস্তুত, তার একটা আগাম ধারণা পাওয়া যাবে বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রাঙ্কফুর্টে৷ ল্যোভ জানিয়ে দিয়েছেন, এদিনের ম্যাচেই দলের কাঠামো স্পষ্ট হয়ে যাবে৷ ২৩ জনের মধ্যে যত বেশি সম্ভব খেলোয়াড়কে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে ল্যোভ'এর৷ তবে মিশায়েল বালাক সহ বেশ কয়েকজন খেলোয়াড় আহত হয়ে দল থেকে বাদ পড়ার পর ল্যোভ চান, আর কোনো খেলোয়াড় যেন এদিন নতুন করে আহত না হয়ে পড়েন৷ বসনিয়া টিমকে মোটেই খাটো করে দেখতে প্রস্তুত নয় জার্মান দল৷ ভাইস ক্যাপ্টেন বাস্টিয়ান শোয়াইনস্টাইগার বলেছেন, বসনিয়ার খেলার মান যথেষ্ট ভাল৷

NO FLASH Michael Ballack bei Müller-Wohlfahrt in München
বালাক, ট্রেশ, ভেস্টারমান’এর মত খেলোয়াড় আহত হয়ে টিম থেকে বাদ পড়ার পর ল্যোভ টিমকে অক্ষত রাখতে চানছবি: picture alliance/dpa

ইতিমধ্যেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে৷ যারা দক্ষিণ আফ্রিকায় যাবার সুযোগ পাচ্ছে না, তারা দেশের মাটিতে জার্মান জাতীয় দলের একমাত্র ম্যাচ দেখার সুযোগ ছাড়তে চায় না৷

উল্লেখ্য, এই টিমের গড় বয়স ২৪.৯৬৷ গত ৭৬ বছরে এত তরুণ টিম কখনো দেখা যায় নি৷ এর আগে শুধু ১৯৩৪ সালে জার্মান টিমে এর থেকেও তরুণ খেলোয়াড়দের দেখা গিয়েছিল৷

বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যাচের পর খেলোয়াড়রা শেষ বারের মতো কয়েকদিন ছুটি পাবেন৷ তারপর রবিবার সন্ধ্যায় ফ্রাঙ্কফুর্ট থেকে লুফটহানসা'র নতুন এয়ারবাস এ-৩৮০ বিমানে জার্মান দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবে৷ প্রিটোরিয়ার কাছে জার্মান ঘাঁটি প্রস্তুত হচ্ছে৷ ১৩ই জুন ডার্বান শহরে জার্মানির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই