1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৃষ্টির কারণে ওয়ান ডে সিরিজ স্থগিত করেছে শ্রীলংকা

৯ ডিসেম্বর ২০১০

খারাপ আবহাওয়া এবং বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ান ডে সিরিজগুলো জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে শ্রীলংকা ক্রিকেট৷ গত মাসে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকার মধ্যে অনুষ্ঠিত বর্ষণমুখর তিনটি টেস্ট ড্র হয়েছে৷

https://p.dw.com/p/QU10
শ্রীলংকার দক্ষিণে অবস্থিত এই শহরটিতে খেলা হওয়ার কথা ছিলছবি: AP

শ্রীলংকার দক্ষিণের শহর হাম্বানটোটাতে ওয়ান ডে সিরিজের পাঁচটি ম্যাচ বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হবার কথা ছিল৷ তবে বৃষ্টি কমার কোন সম্ভাবনা দেখা না যাওয়ায় স্থানীয় ক্রিকেট কর্তৃপক্ষ জানুয়ারি পর্যন্ত সব ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেন৷ হাম্বানটোটার সুরিয়াভেভা স্টেডিয়ামে শ্রীলংকা ক্রিকেটের মুখপাত্র ব্রায়ান থমাস সাংবাদিকদের বলেন, জানুয়ারির প্রায় তৃতীয় সপ্তাহ পর্যন্ত সব সিরিজ স্থগিত করা হয়েছে৷

আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্ব কাপ ক্রিকেটকে সামনে রেখেই কেবল এখন অন্য ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে৷ বিশ্ব কাপ ম্যাচগুলোর জন্যে যে দুটি নতুন ভেনু ঠিক করেছে শ্রীলংকা, তার মধ্যে একটি হাম্বানটোটা এবং অন্যটি পাল্লেকেলা৷

ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক এই সফরটির পরিকল্পনা করা হয়েছিল ২০০৬ সালে৷ কিন্তু অস্বাভাবিক খারাপ আবহাওয়া খেলার জন্যে বাধা হয়ে দাঁড়ায়৷ আগামী দুই সপ্তাহ আরো বৃষ্টি হবে বলে আবহাওয়ার পূর্বাভাষে জানানো হয়েছে৷

গত সপ্তাহের মৌসুমি বৃষ্টিপাতে ৬ জনের মৃত্যু এবং লক্ষাধিক মানুষের গৃহহীন হবার কথা বৃহস্পতিবার সরকারিভাবে জানানো হয়েছে৷ শ্রীলংকা কৃষিকাজ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্যে মৌসুমি বৃষ্টিপাতের ওপরে নির্ভর করলেও, এই বৃষ্টির কারণেই প্রায়ই বন্যা হয় দেশটিতে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক