1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুদ্ধের খোঁজ এখনও চলেছে

২৭ মে ২০১০

ভগবান বুদ্ধ নন, তবে সেই মহাপুরুষের ভূমিকায় যিনি অভিনয় করবেন, তাঁর৷ অর্থাৎ আশুতোষ গোয়ারিকর’এর ইংরেজি ছবি ‘বুদ্ধ’-র নামভূমিকায় কে অবতীর্ণ হবেন৷ গত মাসে সারা বিশ্বে ঢ্যাঁড়া পিটিয়ে দেওয়া হয়, শুরু হয় খোঁজ৷

https://p.dw.com/p/NY7B
ছবি: AP

এ'পর্যন্ত ৩,৭০০ আবেদনপত্র জমা পড়েছে, এসেছে ছ'হাজারের বেশী ফটো এবং ভিডিও৷ কোথায়? ইন্টারনেটের জগতে আর কোথায়? ‘বুদ্ধ-মুভি.কম' ওয়েবসাইটে৷

ভারতের পিটিআই সংবাদ সংস্থার একটি বিবরণ জানাচ্ছে, গৌতম বুদ্ধের বোধি প্রাপ্তির সেই কাহিনীর চিত্ররূপ এখন প্রি-প্রোডাকশন পর্যায়ে৷ গোয়ারিকর এখন অডিশন নিয়ে ব্যস্ত৷ রোজ শত শত অডিশন দেখছেন৷ তাঁর শেষ খবর, বুদ্ধকে খুঁজে পেতে আর বেশী দেরী নেই৷

প্রযোজক ভূপেন্দ্র কুমার মোদি এবং সহ-প্রযোজক দিলীপ সিং রাঠোর নাকি গোয়ারিকর'কে সিনেমার সেটে খ্রীষ্টপূর্ব ৫০০ সালের সেই পরিবেশ সৃষ্টি করার জন্য তাঁর মনের মতো যাবতীয় টেকনিসিয়ান দিয়েছেন৷ - এবং তাঁর মতে প্রযোজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল, ছবিটি ইংরেজিতে করা৷ তা'তেই নাকি গোয়ারিকর প্রথমে আকৃষ্ট হয়েছিলেন, কেননা ধর্মের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক অডিয়েন্সের মন ভরানো চাই, বলে তাঁর অনেকদিনের বিশ্বাস৷ আর বুদ্ধদেবের ক্ষেত্রে সে-কথা তো দ্বিগুণ প্রযোজ্য৷

ফিল্মটির কর্মীরাও ঠিক সেই অনুপাতেই আন্তর্জাতিক৷ চিত্রনাট্য লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিড এস ওয়ার্ড৷ ডাইরেক্টর অফ ফটোগ্রাফি হলেন যুক্তরাষ্ট্রের কার্ল ওয়াল্টার লিন্ডেনলাউব৷ আর্ট ডাইরেক্টর হলেন বলিউডের নীতিন দেশাই৷ কসটিউম ডিজাইনার যুক্তরাষ্ট্রের এপ্রিল ফেরি, ইত্যাদি৷ - প্রযোজক মোদির বক্তব্য: ‘‘বুদ্ধ সত্যিই একটি বৈশ্বিক ফিল্ম, যে কারণে আমাদের বৈশ্বিক অনুভূতি যুক্ত একটি কর্মীদলের প্রয়োজন ছিল, ভাষার ব্যবধান অতিক্রম করার প্রয়োজন ছিল৷''

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সাগর সরওয়ার