‘বীর মাতা' ফেরদৌসী প্রিয়ভাষিণীকে বিনম্র শ্রদ্ধা | পাঠক ভাবনা | DW | 07.03.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বীর মাতা' ফেরদৌসী প্রিয়ভাষিণীকে বিনম্র শ্রদ্ধা

‘‘...এরকম লক্ষ বীরাঙ্গনার ত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতা, ছোট্ট সোনার বাংলা৷'' সদ্য প্রয়াত বীরাঙ্গনা ফেরদৌসী প্রিয়ভাষিণী সম্পর্কে  মন্তব্যটি করেছেন ডয়চে ভেলের এক পাঠক৷

পাঠক রফিকুল ইসলাম ফারুক ডয়চে ভেলে বাংলা বিভাগের ফেসবুক পাতায় করেছেন এই মন্তব্য৷

ফেরদৌসী প্রিয়ভাষিণীকে  বিমল কর্মকারও জানিয়েছেন বিনম্র শ্রদ্ধা৷ তিনি লিখেছেন, ‘‘বীর মাতাকে বিনম্র শ্রদ্ধা৷''

তিনিই প্রথম নিজেকে প্রকাশ্যে ‘বীরাঙ্গনা' হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, ‘‘বীরাঙ্গনা লজ্জার নয়, গর্বের৷ তাইপ্রিয়ভাষিণীরউদ্দেশ্যে মেহেদী হাসান ও আরিফ শিমুলের মন্তব্য, ‘‘বিদায় মাতা!''

আর ডয়চে ভেলের ফেসবুক বন্ধু ক্রিস্টফ বিধান লিখেছেন, ‘‘বিনম্র শ্রদ্ধাবনত.. রেষ্ট ইন পিস..৷''

আর জয়শ্রী শুধু লিখেছেন, ‘‘সালাম আপনাকে৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্তী

নির্বাচিত প্রতিবেদন