‘বিশ্বের সেরা উঁচু ভবনের ছবি দেখে ভালো লাগলো' | পাঠক ভাবনা | DW | 02.12.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বিশ্বের সেরা উঁচু ভবনের ছবি দেখে ভালো লাগলো'

শীতে কাঁপুনি ধরা নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি খুব ভালো লেগেছে বলে জানিয়েছেন জয়পুরহাটের পাঠকবন্ধু মো. নুরুজ্জামান৷ ইবোলার ভ্যাকসিন আবিষ্কারে যে আশার আলো দেখা গেছে সেটা জেনেও তিনি আনন্দিত৷

তিনি মনে করেন, ইবোলার ভ্যাকসিন আবিষ্কারে অনেক প্রাণ বেঁচে যাবে৷ তাই তিনি বিজ্ঞানীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন৷

তোফাজ্জল হোসেন তপু লিখেছেন, ‘ঘুরে এলাম জার্মানির পাহাড় থেকে' খুব ভালো লাগলো৷ হ্যামিলন শহর সম্পর্কে বিস্তারিত জানতে চাই৷ হ্যামিলনের বাঁশিওয়ালা গল্পটি মনে পড়ে এখনো৷

– বন্ধু তপু ‘হ্যামিলনের বাঁশিওয়ালা' নিয়ে আমাদের ছবিঘরটি দেখুন৷

পরের ইমেল পাঠিয়েছেন নতুন দিল্লির পাঠক সুভাষ চক্রবর্তী৷ তিনি লিখেছেন, ‘‘জানতে পারলাম যে, জার্মানি দেশের কোম্পানির বোর্ডে মহিলাদের জন্য ৩০ শতাংশ কোটা নির্ধারণ করার লক্ষ্যে আইন প্রণয়ন করার সিদ্ধান্ত নিয়েছে৷ উদ্যোগটি নিঃসন্দেহে নারীর ক্ষমতায়ন অর্জনের লক্ষ্যে একটি কার্যকরী পদক্ষেপ৷ যেখানে মহিলা নেত্রী থাকা সত্ত্বেও এবং ফেডারেল মন্ত্রিসভায় প্রায় ৪০ শতাংশ মহিলা প্রতিনিধি থাকা সত্ত্বেও জার্মানির কর্মক্ষেত্রের উচ্চপদে নারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম, সেখানে এই আইন ইউরোপের বৃহত্তম অর্থনীতির কর্মক্ষেত্রে বৃহত্তর লিঙ্গসমতা আনতে সহায়তা করবে৷ তবে নতুন কিছু করতে গেলে যে-কোনো দেশের সরকারকে সমালোচনার সম্মুখীন হতেই হয়৷ উপরোক্ত বিষয়টির ওপর প্রতিবেদন এবং সংবাদভাষ্য পড়ে বিস্তারিত জানতে পারলাম৷ ভালো লাগলো বিশ্বের সেরা উঁচু ভবনের ছবি সহ তালিকাটি দেখে৷''

– লেখার জন্য সবাইকে ধন্যবাদ৷ এভাবেই সাথে থাকবেন বন্ধুরা, কেমন ?

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন