1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বজয়ে বেরোচ্ছেন সুরের জাদুকর রহমান

১০ জুন ২০১০

পূর্ব ও পশ্চিমের সুরের মিলন ঘটিয়ে বলিউডকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন গ্র্যামি বিজয়ী সঙ্গীতজ্ঞ এ আর রহমান৷ এবার সেই সুরের প্রচারে নামলেন তিনি৷ শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হচ্ছে তাঁর আন্তর্জাতিক কনসার্ট৷

https://p.dw.com/p/Nmw1
সুরের জাদুতে বিশ্ব মাতাচ্ছেন রহমানছবি: AP

দীর্ঘ দেড় মাসের সফরে এ আর রহমান নিউ ইয়র্ক ছাড়াও কনসার্ট করবেন ওয়াশিংটন, শিকাগো, সান ফ্রান্সিসকো, লস এ্যাঞ্জেলেস সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে৷ এরপর তিনি কনসার্ট করতে সফর করবেন ক্যানাডা, ফ্রান্স, সুইজারল্যান্ড, হল্যান্ড ও ব্রিটেন৷ হলিউড ও বলিউড মিউজিকের সমন্বয়ে তিনি মুগ্ধ করতে চান তাঁর ভক্তদের৷

গত বছর ‘স্লামডগ মিলিওনিয়ার'এর সাফল্যের পরিপ্রেক্ষিতে ৪৪ বছর বয়সী এই সঙ্গীতজ্ঞ আশা করছেন, এবারের কনসার্টে নতুন ভক্তদের আগমন ঘটবে৷ নিজের কনসার্ট সম্পর্কে তিনি বলেন, ‘‘আমরা এমন কিছু গান বাছাই করেছি, যেগুলো বিশ্বজোড়া নন্দিত এবং এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা আগে কখনো করা হয়নি'', বললেন ‘মোৎসার্ট অফ মাদ্রাজ' নামে খ্যাত এ আর রহমান৷ কনসার্টের পরিচালক অমি তিনখাম বলেন, এটি হবে পূর্ব এবং পশ্চিমের একটি সংমিশ্রণ, যাতে থাকছে ভারতনাট্যম থেকে শুরু করে পপ ড্যান্স পর্যন্ত৷ জানা গেছে, এ আর রহমানের সুর করা ‘লাগান' ছবি থেকে শুরু করে ‘স্লামডগ মিলিওনিয়ার'এর একাধিক গান থাকছে কনসার্টে৷ তবে স্বাভাবিকভাবেই মূল আকর্ষণটা থাকছে তাঁর অস্কার বিজয়ী বিখ্যাত ‘জয় হো' গানটির ওপর৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন