1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ১৯৯২: বৃষ্টি আইনে কপাল পোড়ে দক্ষিণ আফ্রিকার

৭ ফেব্রুয়ারি ২০১১

ওয়ানডে ক্রিকেটের পঞ্চম বিশ্বকাপে এসে রংয়ের ছোঁয়া পায় ক্রিকেট৷ প্রথমবারের মত যোগ হয় রঙ্গীন পোশাক, ফ্লাড লাইট এবং সাদা বল৷ এছাড়া আসে বহু বিতর্কিত ডার্ক ওয়ার্থ লুইস বা বৃষ্টি আইন, যার ফলশ্রুতিতে কপাল পোড়ে দক্ষিণ আফ্রিকার৷

https://p.dw.com/p/10CPS
ইমরান খানছবি: Abdul Sabooh

মোট নয়টি দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ওঠে পাকিস্তান এবং অন্যতম ফেভারিট ইংল্যান্ড৷ তবে পাকিস্তানের ফাইনালে ওঠাটা ছিল বড় ধরনের অঘটন৷ কিন্তু ইমরান খানের নেতৃত্বে একঝাঁক প্রতিভাবান খেলোয়াড় সব হিসাব নিকাশ বদলে দিতে সমর্থ হয়৷ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করে ছয় উইকেটে ২৪৯ রান যার মধ্যে সর্বোচ্চ আসে অধিনায়ক ইমরানের ব্যাট থেকে ৭২ রান৷ জবাবে ৬৯ রান তুলতেই চার উইকেট হারায় ইংল্যান্ড যার মধ্যে ছিল ইয়ান বোথামের উইকেটটিও৷ পাকিস্তানি পেসার ওয়াসিম আকরামের বলে কট বিহাইন্ড হয়ে যান এই ডেঞ্জারম্যান যদিও আজ পর্যন্ত তিনি স্বীকার করেননি বলটি তার ব্যাটে লেগেছিল৷ এরপর নেইল ফেয়ারব্রাদার এবং অ্যালান ল্যাম্ব ইংল্যান্ডকে খেলায় ফিরিয়ে আনেন৷ কিন্তু ওয়াসিমের দুর্দান্ত দুটি ডেলিভারি পাকিস্তানের বিশ্বকাপ নিশ্চিত করে দেয়৷ পরপর দুই বলে আউট হন ল্যাম্ব এবং অলরাউন্ডার লুইস৷ শেষ পর্যন্ত ২২ রানে জয়ী পাকিস্তান৷ আর ট্রফি তুলে নেন সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ইমরান খান৷