1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ শেষ না হতেই শুরু হল আইপিএল

৮ এপ্রিল ২০১১

ভারতের চেন্নাইয়ে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে আইপিএল৷ বিশ্বকাপ জেতার পর ভারতের ক্রিকেট প্রেমীরা পুরোপুরি ঝুঁকে পড়েছে আবারো সেই ক্রিকেটেরই দিকে৷

https://p.dw.com/p/10pnN
গাম্ভীরের ৯৭ রান জয়ের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল ভারতকেছবি: AP

প্রথম দিনের খেলা ছিল কোলকাতা নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংসের মধ্যে৷ কোলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন গৌতম গাম্ভীর৷ গত শনিবার বিশ্বকাপ ফাইনালে তিনি ৯৭ রান করে আউট হয়ে যান৷ তবে সেই ৯৭ রান যে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই৷

গৌতম জানান, ‘‘ভারতের বিশ্বকাপ জেতার পর আইপিএল'এর প্রতি সবার আগ্রহ অনেকটা বেড়ে গেছে৷ এটা এদেশের ক্রিকেটের জন্য নিঃসন্দেহ গুরুত্বপূর্ণ৷ সবাই এই মুহূর্তে ক্রিকেটের জন্য পাগল৷ আর বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র পাঁচ দিনের ব্যবধানেই যে শুরু হয়ে গেছে আইপিএল৷''

Flash-Galerie Cricket WM 2011 Mahender Singh Dhoni
ভারতের যোগ্য ক্যাপ্টেন ধোনিছবি: AP

বিশ্বকাপ চলেছে ৪৩ দিন ধরে৷ আর এবার, কোনো রকম অবসর না পেয়েই শুরু হয়ে গেল আইপিএল৷ সে প্রসঙ্গে গৌতম জানান, ‘‘আমরা পেশাদার খেলোয়াড়৷ আমরা সবসময়ই ক্রিকেট খেলেছি, খেলছি৷ খেলার সঙ্গে যুক্ত যে কোন পরিস্থিতিতেই আমরা দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারি৷''

অন্যদিকে, চেন্নাই সুপার কিংসে'র ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি৷ ধোনির নেতৃত্বে ভারত জিতেছে বিশ্বকাপ৷ আইপিএল প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি আইপিএল'এর খেলা পুরোপুরি উপভোগ করবো৷ যদিও আমি দিল্লির ছেলে, তারপরেও কোলকাতার প্রতি রইল আমার সমর্থন এবং শুভেচ্ছা৷''

Daniel Vettori
ড্যানিয়েল ভিটোরি হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেনছবি: UNI

বিশ্বকাপে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ছিলেন ড্যানিয়েল ভিটোরি৷ তিনি আইপিএল'এ খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে৷ সেই দলের ক্যাপ্টেনও তিনি৷ তবে ভিটোরি ভারতের স্পিনার অনিল কুম্বলের দারুণ ভক্ত৷ তিনি জানান, ‘‘অনিল কুম্বলের কাছ থেকে অনেক কিছু শেখার আছে৷ অনিল কুম্বলের উপস্থিতি, তাঁর খেলা আমাকে সবসময়ই মুগ্ধ করেছে৷''

এর আগে অনিল কুম্বলে খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে৷ অবশ্য এই মুহূর্তে তিনি শুধুমাত্র দলের মেন্টর হিসেবেই রয়েছেন৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ