1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ফুটবল

২১ আগস্ট ২০১৩

ব্রাজিলে আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের আসর৷ মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেল টিকিট বিক্রির প্রক্রিয়া৷ প্রায় ১০ লক্ষ টিকিট কাটতে পারেন দেশ-বিদেশের ফুটবল পাগল দর্শকরা৷ যার দাম হতে পারে হাজার ডলারও৷

https://p.dw.com/p/19Sr5
ছবি: AFP/Getty Images

বিশ্বকাপ ফুটবলের আসর বসবে ২০১৪ সালে৷ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ই জুন সাঁও পাওলো শহরে৷ ১৩ই জুলাই ফাইনাল ম্যাচ বসবে রিও-তে৷ বিশ্বকাপের ম্যাচগুলি খেলা হবে মোট ১২টি শহরে৷ প্রায় ৬ লক্ষ পর্যটক এই সময়ে ব্রাজিলে আসবেন বলে ধরে নেওয়া হচ্ছে৷

তার আগে এখনো অনেক কাজ বাকি৷ যেমন কোন কোন টিম শেষ পর্যন্ত মূল পর্যায়ে খেলবে, তা এখনো স্পষ্ট নয়৷ কারণ কোয়ালিফাইয়িং পর্যায় শেষ হয় নি৷ আগামী ৬ই ডিসেম্বর চূড়ান্ত পর্যায়ের ম্যাচগুলি স্থির করা হবে৷ তা সত্ত্বেও টিকিট বিক্রি শুরু হয়ে গেল৷ তবে চাইলেই সবাই টিকিট পাবে না৷ আপাতত শুধু টিকিটের জন্য আবেদন করা যাবে৷ চাহিদা জোগানের তুলনায় বেশি হলে আগামী ১০ই অক্টোবরের পর ‘ব়্যানডম সিলেকশন ড্র'-র মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে৷

Brasilien 2014 - Maskottchen
২০১৪ সালের বিশ্বকাপে কোন কোন টিম শেষ পর্যন্ত মূল পর্যায়ে খেলবে, তা এখনো স্পষ্ট নয়ছবি: picture-alliance/dpa

আগামী ৬ই অক্টোবর পর্যন্ত প্রথম পর্যায়ে প্রায় ৩ লক্ষ টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে৷ তবে সেই টিকিট শুধু ব্রাজিলের কিছু শ্রেণির মানুষের জন্য৷ ফিফা তার ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে, কারা সেই টিকিট কিনতে পারে৷ যাদের বয়স ষাটের বেশি, ছাত্র-ছাত্রী এবং যারা ‘বোলসা ফামিলিয়া' অনুদান পায়, শুধুমাত্র তারাই সবার আগে টিকিট কিনতে পারবে৷ সেগুলির দামও বেশি নয় – ১৫ থেকে ৮২ ডলারের মতো৷ ব্রাজিলের সরকারের চাপেই ফিফা-কে চতুর্থ ক্যাটাগরি-র টিকিট চালু করতে হয়েছে৷ ফলে গোটা প্রক্রিয়া আগের তুলনায় অনেক জটিল হয়ে পড়ছে৷

বাকি বিশ্বের ফুটবল-পাগলদের হতাশ হবার কারণ নেই৷ বাকি তিনটি ক্যাটাগরিতে তারাও টিকিট কেনার সুযোগ পাবে, যদিও তাদের জন্য দামটা একটু বেশি ধরা হয়েছে৷ যেমন উদ্বোধনী ম্যাচের টিকিটের জন্য ২২০ থেকে ৪৯৫ ডলার গুনতে হবে৷ ফাইনাল ম্যাচের টিকিটের দাম আরও বেশি – ৪৪০ থেকে ৯৯০ ডলার৷

জার্মানি ও দক্ষিণ আফ্রিকায় শেষ দুই বিশ্বকাপের অভিজ্ঞতার আলোকে ফিফা টিকিট বিক্রি নিয়ে বেশ আশাবাদি৷ তবে জার্মানিতে অবশ্যই বেশি টিকিট বিক্রি হয়েছিল৷

এসবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য