1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ফাইনালের পর সলমানের বাড়িতে রাহুল গান্ধী

৫ এপ্রিল ২০১১

শনিবার মুম্বই শহরে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের বিশ্বকাপ ক্রিকেট জয়ের পর বলিউড তারকা সলমান খানের বাড়িতে আয়োজিত পার্টিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷

https://p.dw.com/p/10nW9
রাহুল গান্ধীছবি: UNI

বিশ্বকাপ ক্রিকেটে ভারতের জয়ের পরেও দেশজুড়ে আনন্দ উৎসবের রেশ যেন শেষই হচ্ছে না৷ শাহরুখ খান ও সপরিবারে অমিতাভ বচ্চন পথে নেমে জনতার সঙ্গে আনন্দের জোয়ারে ভেসে গেছেন৷ এবার জানা গেল শনিবার রাতের আরেক খানের উৎসবের কথা৷ ম্যাচের পর বলিউড তারকা সলমান খানের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে বিশাল পার্টি৷ সেখানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ বন্ধুবান্ধবদের সঙ্গে ম্যাচ দেখার পর তরুণ এই নেতা গিয়েছিলেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস'এ সলমানের বাড়িতে৷ আরেক তরুণ কংগ্রেস নেতা ও সাংসদ মিলিন্দ দেওরাও সঙ্গে ছিলেন৷ তবে তারা নাকি বেশিক্ষণ সেখানে থাকেন নি৷ মিলিন্দ সলমানের বন্ধু বলে পরিচিত৷

রাহুল গান্ধীর মত সম্ভাবনাময় নেতাকে নিজের বাড়িতে এনে বাকি তারকাদের এবার টেক্কা দিলেন সলমান৷ তবে প্রতিযোগিতা ও রেষারেষি বলিউডে নতুন কোনো ঘটনা নয়৷ যেমন আগামী জুন মাসে ক্যানাডার টোরন্টোয় অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস৷ সেখানে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা চলবে শাহরুখ ও সলমান খান, ঋত্বিক রোশন ও অজয় দেবগণের মধ্যে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক