1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ঘরে তুলল স্পেন

১২ জুলাই ২০১০

অবশেষে বিশ্বকাপ জয়ের স্বাদ মিটলো স্পেনের৷ রবিবার ১-০ গোলে নেদারল্যান্ডকে হারায় তারা৷ যদিও খেলা জুড়ে ছিল ফাউল আর হলুদ কার্ডের ছড়াছড়ি, তারপরও শেষবেলার গোল ঠিক করে দেয় ম্যাচের ভাগ্য৷

https://p.dw.com/p/OGYL
জয়ের পর স্পেন দলছবি: AP

প্রথম বিশ্বজয়

বিশ্বকাপের ইতিহাসে প্রথম কাপ জয়ের পর প্রচন্ড উল্লাসে ফেটে পরে স্পেনীয়রা৷ অবশ্য শুধু স্পেনই নয়, ইউরোপের বিভিন্ন শহরে সেদলের ভক্তদের বিপুল উৎসবের খবর শোনা গেছে৷ তবে, এই জয় কিন্তু এখনো অবিশ্বাসই ঠেকছে স্পেনের তারকা আন্দ্রেস ইনিয়েস্তার কাছে৷ খেলা শেষে তিনি বলেন, ‘‘এটা অবিশ্বাস্য, অকল্পনীয়৷ আমাদের প্রচুর শক্তিক্ষয় করতে হয়েছে এবং খেলাটা মোটেই সহজ ছিল না৷ কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপ, সেটা একবারই মেলে''৷

Fußball WM Finale Spanien Niederlande Weltmeisterschaft Flash-Galerie
গোলের পর ইনিয়েস্তাছবি: AP

ইনিয়েস্তা হচ্ছেন ২০১০ বিশ্বকাপ ফাইনালের একমাত্র গোলদাতা, যার শেষবেলার গোলে বিশ্বকাপ খুইয়েছে নেদারল্যান্ডস আর জিতেছে স্পেন৷

বাড়তি সময়ে গোল

জোহানেসবার্গের সকার সিটিতে রবিবার খেলার মূল সময় পার হয় গোলশূন্য অবস্থায়৷ বাড়তি সময়ে মানে ১১৬ মিনিটে গিয়ে গোল করেন ইনিয়েস্তা৷ তার আগে অবশ্য, নেদারল্যান্ডস খানিকটা দুর্বল হয়ে পড়ে, লাল কার্ড দেখে জন হাইটিংগার বাদ পড়ার কারণে৷ তবুও খেলাটা ছিল বেশ শক্ত, বললেন স্পেনের কোচ ভিনসেন্ট ডেল বস্কে, ‘‘এটা খুবই শক্ত খেলা ছিল৷ কঠিন যুদ্ধের পরে এই জয়৷ কিন্তু আমাদের অসাধারণ সব খেলোয়াড় আছে, যারা ঠিক নিজের রাস্তা খুঁজে নেয়৷ প্রথমার্ধে আমরা একটু সংযত ছিলাম৷ হয়তো আরো একটা কিংবা দু'টো গোল করা সম্ভব ছিল৷ কিন্তু আমার মনে হয়, এই জয় আমাদের প্রাপ্য ছিল৷''

পুরো খেলায় নেদারল্যান্ডস কিন্তু লড়েছে সমানতালে৷ তবে সেদলের সেরা সুযোগটি মিস করেছেন আরিয়েন রবেন৷ খেলার ৬২ মিনিটে নেদারল্যান্ডসের স্নাইডার বল বাড়িয়ে দেন রবেনকে৷ কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সে বল গোলে জড়াতে পারেননি রবেন৷

WM Südafrika 2010 Spanien vs Paraguay Flash-Galerie
উচ্ছ্বসিত স্পেন সমর্থকরাছবি: picture alliance / dpa

ফুটবল গুন্ডামি

উল্লেখ্য বিশ্বকাপের এই ফাইনাল খুব যে দর্শনীয় ছিল, তা বলা ভুল হবে৷ বরং ফুটবল গুন্ডামির বড় উদাহরণ হয়েই থাকবে এটি৷ পুরো খেলা জুড়ে ছিল ফাউলের ছড়াছড়ি৷ রেফারি হলুদ কার্ড দেখিয়েছেন ১৪ বার৷ অবশ্য তারপরও বিশ্বকাপের কী তুলনা চলে!

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী