1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের নাম ঘোষণা

৫ জানুয়ারি ২০১১

বিশ্বকাপ ক্রিকেটের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দলের নাম ঘোষণা করেছে পাকিস্তান৷ তাতে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক শোয়েব মালিক এবং লেগ-স্পিনার দানিশ কানেরিয়া৷ তবে উইকেট রক্ষক কামরান আকমলকে রাখা হয়েছে৷

https://p.dw.com/p/zteV
প্রাথমিক দলে নেই শোয়েব মালিকছবি: AP

এছাড়া দলে রাখা হয়েছে সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ও অল-রাউন্ডার রানা নাভেদকেও৷

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমন্বয় কমিটি শোয়েব, কামরান, কানেরিয়া এবং নাভেদের ব্যাপারে তদন্ত শেষ করার পর মঙ্গলবার স্কোয়াডের নাম ঘোষণা করে৷

গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা এক টেস্টে ইচ্ছাকৃতভাবে নো-বল করার ব্যবস্থা করেছিলেন, সংবাদপত্রে এধরনের খবর প্রকাশের পর সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরকে বরখাস্ত করা হয়৷ আর এর পরেই ঐ কমিটি গঠন করা হয়৷ এই তিনজনকে চলতি সপ্তাহে দোহাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ট্রাইবুনালে বিচারের মুখোমুখি হতে হবে৷

বিশ্বকাপের জন্য দলে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন শহিদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, আহমেদ শাহজাদ, নাসির জামশেদ, উমর আকমল, ইউনুস খান, মোহাম্মদ ইউসুফ, মিসবাহ-উল-হক, উমর আকমল, আজহার আলী, আসাদ শফিক, সোহেল তানভির, শোয়েব আখতার, উমর গুল, তানভির আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, আব্দুল রেহমান, আব্দুল রাজ্জাক, কামরান আকমল, সালমান আহমেদ, সরফরাজ আহমেদ, তওফিক উমর, জুলফিকার বাবর, রানা নাভেদ, ইয়াসির আরাফাত, ইয়াসির শাহ, আইয়াজ চিমা, নাভেদ ইয়াসিন, আসাদ আলী৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক