1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের জন্য দল বাছাই করলো আর্জেন্টিনা

২২ মে ২০১০

শনিবার রাতে চ্যাম্পিয়নস লীগের যবনিকা পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে বিশ্বকাপ ফুটবল নিয়ে মাতামাতি৷ তাই বিভিন্ন দলের শেষ ২৩ জনের নাম ঘোষণা শুরু হয়ে গেছে ইতিমধ্যে৷ টিম ঘোষণা করেছে আর্জেন্টিনা৷

https://p.dw.com/p/NUtQ
আর্জেন্টিনার কোচ দিয়েগো মারাদোনাছবি: AP

বিশ্বকাপ ফুটবল ২০১০-এর জন্য অন্তিম ২৩ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ দিয়েগো মারাদোনা৷ দলে আর্জেন্টিনার আক্রমণভাগের দায়িত্ব নিয়ে দক্ষিণ আফ্রিকা যেতে চলেছেন লিওনেল মেসি, কার্লোস তেভেজ ও গঞ্জালো হিগুয়েইন৷ আছেন সার্জিও অ্যাগুয়েরো, দিয়েগো মিলিতো এবং মার্টিন পার্লেমোও৷

এছাড়া, গোল রক্ষক হিসেবে দলে আছেন সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার, দিয়েগো পেজো৷ মাঝমাঠে রয়েছেন জাভিয়ের ম্যাচেরানো, জোয়ান সেবাস্তিয়ান ভেরন, ম্যাক্সিমিলিয়ানো রডরিগুয়েজ, মারিও বোলাত্তি, অ্যানজেল মারিয়া, জোনাস গুতিয়েরেজ ও জাভিয়ের পাস্তর৷ এবং রক্ষণভাগে আছেন নিকোলাস বুর্দিসো, মার্টিন দেমিচেলিস, ওয়াল্টার স্যামুয়েল, গ্যাবরিয়েল হেইনজ, নিকোলাস ওতামেনদি, ক্লেমেন্ট রডরিগুয়েজ ও আরিয়েল গার্চ৷ তবে আরিয়েল গার্চ দলে সুযোগ পাওয়ায় চমকে উঠেছেন অনেকেই৷ কারণ, দেশের হয়ে হাইতির বিপক্ষে একটি মাত্র ম্যাচ খেলেছেন তিনি এ মাসে৷

Fußball Champions League FC Barcelona - Arsenal
আর্জেন্টিনা দলে আক্রমণভাগের প্রধান দায়িত্ব স্বাভাবিকভাবেই লিওনেল মেসিরছবি: AP

বিশ্বকাপের খেলায় আর্জেন্টিনা রয়েছে গ্রুপ বি'তে৷ তাদের প্রথম খেলা আগামী ১২ই জুন৷ যাতে ১৯৭৮ ও ১৯৮৬ সালের এই চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে নাইজেরিয়ার৷ এছাড়াও, গ্রুপ বি'তে রয়েছে গ্রিস ও দক্ষিণ কোরিয়া৷ অবশ্য দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে ক্যানাডার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মারাদোনার দল৷

এদিকে, জার্মান দলের অন্যতম খেলোয়াড় মিশায়েল বালাকের বিশ্বকাপ খেলার স্বপ্ন এক্কেবারে শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক৷ নতুন পদ্ধতিতে, অ্যাসিড ইনজেকশন দিয়ে চিকিৎসা করলে তিনি নাকি তাড়াতাড়ি সেরে উঠবেন এবং বিশ্বকাপের শেষের দিকের কয়েকটি ম্যাচে তিনি খেলতেও পারবেন৷

উল্লেখ্য, গ্রুপ ডি'তে জার্মানির সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, সার্বিয়া ও ঘানা৷ জার্মানির অন্যতম ফুটবল দল বায়ার্ন মিউনিখই আজ চ্যাম্পিয়নস লীগের ফাইনালে মুখোমুখি হবে ইটালির ইন্টার মিলান-এর৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আরাফাতুল ইসলাম