1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের কাপ থাকছে দক্ষিণ এশিয়াতেই

৩০ মার্চ ২০১১

আরো একবার সেমিফাইনাল থেকে বিদায় নিল নিউজিল্যান্ড৷ জয়ী শ্রীলঙ্কার নজর এখন ফাইনালের দিকে৷ আজ মোহালিতে ভারত-পাকিস্তান লড়াইয়ে জয়ী দলের মোকাবিলা করবে সাঙ্গাকারারা৷

https://p.dw.com/p/10jug
ছবি: UNI

হারের কারণ

নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি বলছেন, তার দল প্রথম ইনিংসে আর ২০-৩০ রান করতে পারলে ম্যাচটা হাতছাড়া হতো না৷ ইনিংসের শেষ দশ ওভারে নিউজিল্যান্ড সংগ্রহ করে মাত্র ৫২ রান৷ আর সে'দলের শেষ ছয় উইকেটের পতন ঘটে মাত্র ২৫ রানে৷ সাকুল্যে কিউইদের সংগ্রহ ছিল ২১৭ রান৷ এই সংগ্রহ শ্রীলঙ্কা টপকে যায় দু'ওভার বাকি থাকতেই৷

জয় উৎসর্গ মুরালিধরণকে

দেশের মাটিতে এটা ছিল মুত্তিয়া মুরালিধরনের শেষ আন্তর্জাতিক ম্যাচ৷ শ্রীলঙ্কা দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারা তাই, দলের নির্ভরযোগ্য এবং সবচেয়ে সফল বোলার মুরালিধরণকে সম্মান জানাতে ভোলেননি৷ তবে, সাঙ্গাকারা এখন মনোযোগ দিচ্ছেন ফাইনালের দিকে৷ জানিয়েছেন, আগামী তিনদিন দলের সামনে অনেক কাজ৷ মুম্বাইয়ের আসন্ন ফাইনালকে তিনি আখ্যা দিয়েছেন, তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে৷

Mahendra Singh Dhoni Shahid Afridi Flash-Galerie
ভারত-পাকিস্তান মুখোমুখি আজছবি: DW/dpa

সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ

পরিসংখ্যান বলছে, বর্তমানে আইসিসি ব়্যাংকিংয়ে ভারতের অবস্থান দ্বিতীয় আর পাকিস্তান আছে ছয় নম্বরে৷ তবে জয়-পরাজয়ের হিসাবে এগিয়ে পাকিস্তান৷ কেননা, দু'দল এখন পর্যন্ত লড়েছে ১১৯ বার৷ এর মধ্যে পাকিস্তান জয় পেয়েছে ৬৯ বার, ভারত ৪৬ বার৷ তবে, আজকের খেলাতো শুধুই খেলা নয়, এর সঙ্গে যে চাপ খেলোয়াড়দের উপর রয়েছে তা যে দল সামলাতে পারবে, জয় তাদের হাতে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী