1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপকে দক্ষিণ আফ্রিকার বর্ণাঢ্য বিদায়

১১ জুলাই ২০১০

শুক্রবারেই শুরু হয়েছে সোয়েটোর রাস্তায় একটি কার্নিভালের উপযোগী মিছিলের মাধ্যমে৷ রবিবারে শেষ হবে শাকিরা, লেডিস্মিথ ব্ল্যাক মামাবাজো এবং ৭৮০ জন গাইয়ে-নাচিয়ের মনমাতানো অনুষ্ঠান দিয়ে৷

https://p.dw.com/p/OGAq
‘ওয়াকা ওয়াকা' দিয়ে শুরু, ‘ওয়াকা ওয়াকা' দিয়েই শেষছবি: AP

সোয়েটোর তিন কিলোমিটার লম্বা মিছিলে ছিল চারটি রঙচঙে ফ্লোট বা সাজানো গাড়ি: প্রতিটিরই থীম বা বিষয় হল কোনো ফুটবল সংক্রান্ত ব্যাপার-স্যাপার৷ সামনে ছোটরা সকার সিটির একটি সুবিশাল প্রতিমূর্তি এবং ‘মামা আফ্রিকা'-র একটি পুতুলকে ঘিরে নেচেছে৷ সোয়েটোয় কার্নিভাল হয় বছরের শেষ দিন৷ এবার যেন বিশ্বকাপের সম্মানে তা আগেই সংঘটিত হয়েছে৷

ফাইনালের সপ্তাহান্তে গাউটেং প্রদেশের সব বড় হোটেলগুলি ভর্তি৷ জোহানেসবার্গ এবং দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া এই গাউটেং প্রদেশেই৷ ফাইনালের ম্যাচের টিকিট নাকি নিঃশেষে বিক্রি হয়েছে, বলছে ফিফা৷ টেলিভিশনে ম্যাচটি দেখবে বিশ্বের ৫০ কোটি মানুষ৷ - বলতে কি, দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে এবার স্টেডিয়ামে দর্শকদের মোট সংখ্যা ছিল ৩০ লক্ষের বেশী, এর আগে মাত্র দু'টি বিশ্বকাপে যা সম্ভব হয়েছে৷

স্পেন বনাম নেদারল্যান্ডস ফাইনালের দু'ঘণ্টা আগে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান৷ অবশ্যই গাইবেন শাকিরা তাঁর ‘ওয়াকা ওয়াকা' গানটি, বিশ্বকাপের সরকারি গান৷ মঞ্চ জুড়ে থাকবে হাতি এবং জলহস্তির পুতুল৷ পরে গাইবে আফ্রিকার গ্র্যামি জেতা গানের দল লেডিস্মিথ ব্ল্যাক মামবাজো - একটি জীবজন্তু বিষয়ক গান৷ তারপরে আসবে নানা নাচের দল৷ ১৫ জন রাষ্ট্রপ্রধানের থাকার কথা এই সমাপ্তি অনুষ্ঠানে৷ আসছেন দক্ষিণ আফ্রিকার বৃহত্তম হলিউড তারকা শার্লিজ থেরন৷ আসছেন প্রখ্যাত মার্কিন কৃষ্ণাঙ্গ অভিনেতা মর্গান ফ্রিম্যান, যিনি ‘ইন্ভিক্টাস' ছবিটিতে অভিনয় করেছেন৷ তবে নেলসন মান্ডেলা স্বয়ং আসছেন কিনা, তা এখনও অজ্ঞাত৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম