1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশাল সাফল্যের পর আফগান ক্রিকেট টিম দেশে ফিরল

২৫ ফেব্রুয়ারি ২০১০

সংযুক্ত আরব আমিরাতকে ও আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তানের জাতীয় ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজে আসন্ন টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অধিকার অর্জন করলো৷

https://p.dw.com/p/MBBB
জনতার কাঁধে আফগান ক্রিকেট টিমের অধিনায়ক নওরুজ মঙ্গলছবি: AP

আফগানিস্তানের মত দেশ, যেখানে সংবাদ শিরোনামে শুধু বোমা বিস্ফোরণ, আত্মঘাতী হামলা, তালেবান বিদ্রোহের মত ঘটনাই ভিড় করে থাকে, সেখানে অন্য স্বাদের একটি ঘটনা সুখবর বয়ে আনছে৷ আফগান জাতীয় ক্রিকেট দল টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অধিকার অর্জন করে বৃহস্পতিবার দেশে ফেরার পর কাবুল বিমানবন্দরে কয়েক'শো মানুষ খেলোয়াড়দের অভ্যর্থনা জানিয়েছে৷ জাতীয় পতাকা দুলিয়ে, দেশাত্মবোধক গান গাইতে গাইতে মানুষের ঢল নেমেছিল বিমানবন্দরে৷ ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে সামিল হয়েছিলেন কয়েকজন রাজনীতিকও৷ দেশের অর্থমন্ত্রী ও আফগান ক্রিকেট বোর্ডের সভাপতি হজরত ওমর জাখিলওয়াল বলেন, ‘‘আমাদের টিম দেশে ফিরেছে এবং আমরা তাদের সাফল্য ও আরও উৎসাহ দিতে এখানে এসেছি৷'' আফগানিস্তানের ক্রিকেট টিমের অধিনায়ক নওরুজ মঙ্গল বলেন, ‘‘এটা ছিল আমাদের খেলোয়াড় ও আফগান জাতির একটা স্বপ্ন৷ ঈশ্বর সেই স্বপ্ন পূরণ করলেন৷''

প্রথমে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে আফগানিস্তান এই যোগ্যতা অর্জন করেছিল৷ তারপর ১৩ই ফেব্রুয়ারি দুবাইয়ে কোয়ালিফাইয়িং টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচে তারা আয়ারল্যান্ডকেও হারিয়ে দেয়৷ আগামী ৩০শে এপ্রিল থেকে ১৬ই মে পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে বসবে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর৷ গ্রুপ সি'তে আফগানিস্তানকে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে হবে৷

প্রতিবেদন : সঞ্জীব বর্মন

সম্পাদনা : আব্দুল্লাহ আল ফারূক