1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিলাসবহুল গান্ধী কলমের বিক্রি বন্ধ করলো মঁ ব্লঁ

২৫ ফেব্রুয়ারি ২০১০

জার্মান কলম উত্পাদনকারী সংস্থা মঁ ব্লঁ, মহাত্মা গান্ধীর স্মরণে তৈরি করেছিল সোনায় মোড়ানো এক কলম৷ কিন্তু, তার বিক্রিতে বাধ সাধলো খোদ ভারতই৷

https://p.dw.com/p/MB0k
মঁ ব্লঁ-এর নতুন কলম ‘মহাত্মা গান্ধী লিমিটেড এডিশন’ছবি: AP

১৯৩০ সালে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ডান্ডি অভিযান করেছিলেন ভারতের অহিংস আন্দোলনের অন্যতম প্রবাদ পুরুষ মহাত্মা গান্ধী৷ পায়ে হেঁটে গিয়েছিলেন ২৪১ মাইল৷ আর সেই ঘটনা স্মরণ করেই কলম তৈরির একটি প্রকল্প হাতে নিয়েছিল মঁ ব্লঁ৷ ‘থিম মহাত্মা' নামের ঐ প্রকল্পের আওতায়, মেশিনে নয়, প্রস্তুত করা হয়েছিল একেবারে হাতের তৈরি মাত্র ২৪১টি কলম৷ মহাত্মা'র পায়ে হাঁটা পথটুকুকে সম্মান দিয়েই৷

সোনা-রূপোয় মোড়া এই মডেলটির নাম ‘মহাত্মা গান্ধী লিমিটেড এডিশন'৷ এছাড়া, প্রত্যেকটি কলমে জড়ানো প্রায় আট মিটার লম্বা একটি সোনার পাত৷ যেন চরকায় সুতো কাটার প্রতীক৷ তবে এ সবের কারণেই, কলমটির বিক্রয়মূল্য দাঁড়ায় ৩০,২০০ মার্কিন ডলার৷ অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ লাখ রুপি৷ আর সেখানেই শুরু হয় সমস্যা৷

দক্ষিণ ভারতে অবস্থিত কেরালা'র ‘ভোক্তা-শিক্ষা কেন্দ্র'-এর পক্ষ থেকে কলমটির বিরুদ্ধে প্রচারাভিযান শুরু হয়৷ এমনকি, মঁ ব্লঁ-এর ভারতীয় শাখার বিরুদ্ধে মামলাও করে সংস্থাটি৷ কেরালা রাজ্যের ‘ভোক্তা-শিক্ষা কেন্দ্র'-এর সদস্যদের কথায়, মহাত্মা গান্ধী নিজে অত্যন্ত সরল, সাধারণ জীবনযাপন করতেন৷ ভারতে তিনি স্বয়ং-সম্পূর্ণ জীবনচর্যার প্রবর্তক৷ তাই, তাঁর নাম এবং ছবি সমৃদ্ধ এহেন বিলাসবহুল একটি কলম বিক্রি করা, তাঁকে হেয় করারই সমান৷

তবে শুধু কেরালার এই সংগঠনটিই নয়, ভারতের অন্যান্য কয়েকটি দলের পক্ষ থেকেও কলমটি বিক্রি বন্ধ করার জন্য দাবি ওঠে৷ শেষ পাওয়ার খবর অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণ ভারতে অবস্থিত থিরুভানানথাপুরম-এর উচ্চ আদালতে ক্ষমা প্রার্থনা চেয়েছে মঁ ব্লঁ৷ শুধু তাই নয়, আপাতত কলমটির বিক্রিও বন্ধ করেছে এই জার্মান কোম্পানিটি৷ জানিয়েছে সংস্থাটির ভারতীয় শাখার প্রধান পঙ্কজ শাহ৷

তবে ইতিমধ্যেই ভারতের জন্য তৈরি ৭০টি কলমের মধ্যে ৪২টি বিক্রি হয়ে গেছে বলে খবর৷ উল্লেখ্য, ‘মহাত্মা গান্ধী লিমিটেড এডিশন'-এর বিকল্প হিসেবে ‘মহাত্মা গান্ধী লিমিটেড এডিশন-৩০০০' নামের আরো একটি মডেলে তৈরি করেছে মঁ ব্লঁ৷ এতে রয়েছে ফাউন্টেন পেন ও রোলার বলপেন-এর একটি সেট৷ আর এর দাম পড়ছে ৩,০০০ মার্কিন ডলার৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক