1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরল সফরে ভারতে যাচ্ছেন সারা পেলিন

২৪ ফেব্রুয়ারি ২০১১

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারা পেলিন ভারত সফরে যাচ্ছেন৷ সংবাদ সংস্থাগুলো তার এই সফরকে ‘বিরল’ বলেই উল্লেখ করেছে৷ মনে করা হয়, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে চাইছেন পেলিন৷

https://p.dw.com/p/10Of7
সারা পেলিনছবি: AP

কূটনৈতিক কাজকর্মে পেলিনের তেমন অভিজ্ঞতা এবং জানাশোনা নেই বলেই মনে করেন সমালোচকরা৷ ফলে হঠাৎ করে তাঁর ভারত সফরের সিদ্ধান্ত নতুন করে ভাবাতে শুরু করেছে সমালোচকদের৷

আলাস্কা রাজ্যের সাবেক গভর্নর পেলিনের একজন শীর্ষ উপদেষ্টা, যার নাম রেবেকা মনসুর, তিনি সামাজিক যোগাযোগ ওয়েবসাইট টুইটারে ‘ছোট্ট' বার্তা পাঠিয়ে জানিয়েছেন, আগামী মাসে ভারত সফরে যাচ্ছেন পেলিন৷ ইন্ডিয়া টুডে পত্রিকার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতেই তাঁর এই সফর, এমনটাই বলছেন এই উপদেষ্টা৷

১৯ মার্চ হবে এই ভোজসভা৷ এতে ‘মাই ভিশন অফ অ্যামেরিকা' শীর্ষক একটি বক্তৃতা দেবেন আলোচিত এই নেত্রী৷ ইন্ডিয়া টুডে প্রতি বছর এ ধরণের একটি অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে আগত অতিথি বক্তারা এক একটি বিশেষ বিষয়ের উপর বক্তব্য রাখেন৷ এবার এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে আরও আছেন মিশরের সরকার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এবং নোবেলজয়ী মোহামেদ এল বারাদেই, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নেতা সৈয়দ আলি গিলানী৷ এদের মাঝে পেলিনের বক্তব্য রাখার বিষয়টি সত্যিই আলোচনার শীর্ষে চলে এসেছে৷ তিনি একই সঙ্গে ভারতের বিভিন্ন শীর্ষ ব্যক্তিত্বের সঙ্গে কথা বলবেন বলেও খবর৷

বছরের প্রতিটি সময়ে কোন না কোন কারণে এই মার্কিন নেত্রী সংবাদ শিরোনাম হয়েছেন, হয়েছেন সমালোচিত৷ একমাত্র ফক্স নিউজ ছাড়া অন্য মূলধারার সংবাদ মাধ্যমের সঙ্গে প্রায় কথাই বলেন না এই নেত্রী৷ যা বলার সব কিছুই বলে দেন ফেসবুক কিংবা টুইটারে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন