1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিপর্যস্ত জাপানে ফুটবল ফিরে এলো

২৯ এপ্রিল ২০১১

ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত জাপানে ফুটবল খেলা আবার শুরু করা হয়েছে৷ ফিরিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে স্বাভাবিকতা৷ ঐ ভয়াবহ বিপর্যয়ের পর ভেগাল্টা সেন্ডাই দল তাদের প্রথম ম্যাচ খেলেছে৷

https://p.dw.com/p/116U0
ফাইল ছবিছবি: AP

রিখ্টারস্কেলে ৯ মাত্রার ভূমিকম্পের ৫০ দিন পরে ইউরটেক স্টেডিয়ামে দীর্ঘ প্রতিক্ষিত ম্যাচে তাদেরকে দেখা গেলো৷ জাপানের মিয়াগি জেলা এবং উত্তরপূর্বাঞ্চলে আঘাত হেনেছিল ঐ ভয়াবহ ভূমিকম্প এবং সুনামি৷ উরাওয়া রেড ডায়মন্ডের বিরুদ্ধে ১-০ গোলো জয়লাভ করে সেন্ডাই৷ খেলা শুরুর আগে জেলার গভর্নর ইয়োশিহিরো মুরাই এই প্রতিযোগিতাকে পুনর্গঠন কাজের সূচনা বলে অভিহিত করেন৷

ভয়াবহ ঐ প্রাকৃতিক দুর্যোগের ৫০ দিন পরে স্টেডিয়ামের দুই-তৃতীয়াংশ পূর্ণ ছিল সমর্থকদের ভীড়ে৷ ভূমিকম্প ও সুনামি জাপানে আঘাত হানে ১১-ই মার্চ৷ ঐ দুর্যোগ কেড়ে নেয় ১৫ হাজার মানুষের জীবন৷ ১১ হাজারেরও বেশি মানুষ এখনও নিখোঁজ৷ উপকূলীয় অঞ্চল মিনামিসানরিকু, ঐ দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি৷ সেখানকার বাসিন্দা ৪৭ বছর বয়স্ক সুটোমু সাটো৷ তিনি বললেন, ‘‘কোথা থেকে আমরা পুনর্নির্মাণ শুরু করতে পারি সেই প্রশ্ন থেকে আমরা এখনও অনেক দূরে৷'' সাটো বলেন, ‘‘শিশুদের জন্যে স্পোর্টসের ব্যবস্থাসহ স্পোর্টসের অনেক ইভেন্টই বাতিল করা হয়েছে৷ কিন্তু আমি মনে করি এই খেলাটির মত খেলাতে আমরা ফিরে যেতে পারি৷ আমাদের উঠে দাঁড়ানোর জন্যে সত্যিই এগুলো প্রয়োজন৷''

গত সপ্তাহান্তে জে-লিগ পুনরায় শুরু হবার পরে শুক্রবারের খেলাটি ছিল সেন্ডাইয়ের দ্বিতীয় ম্যাচ৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক