1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন ব্যবস্থা ‘স্মার্ট গ্রিড’

জাহিদুল হক৯ নভেম্বর ২০১৩

প্রচলিত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সঙ্গে ডিজিটাল ও তথ্য-প্রযুক্তির সংযোগ ঘটানোর নামই স্মার্ট গ্রিড৷ বিশ্বের কয়েকটি দেশে এই পদ্ধতি চালু হলেও বাংলাদেশে এখনও সেটা হয়নি৷ তবে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই৷

https://p.dw.com/p/1AEFx
+++ FREI für Social Media +++ #35979355 - Strommast bei Sonnenuntergang Strommasten von Hochspannungsleitungen bei Sonnenuntergang. Am Horizont Windräder und links ein Kernkraftwerk. Electric power pylons at sunset. At the horizon wind turbines and a nuclear power plant.
ছবি: Fotolia/Thorsten Schier

আশির দশকে প্রযুক্তিবিদরা যখন বিদ্যুতের মিটার ‘আপগ্রেড' করার কথা ভাবছিলেন, তখন তাতে ইন্টারনেট সংযোগ দেয়ার কথা ভাবা হয়৷ এর ফলে ব্যবহারকারীরা চাইলে ইন্টারনেটের মাধ্যমে তাঁর বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ জানতে পারেন৷

জাপানের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল সায়েন্সেস'-এর বিজ্ঞানী ড. মশিউর রহমান ২০১১ সালের মার্চ মাসে প্রকাশিত এক প্রবন্ধে স্মার্ট গ্রিড নিয়ে আলোচনা করেন৷ তিনি জানান, স্মার্ট গ্রিডের সঙ্গে তথ্য প্রযুক্তির সংযোগ থাকায় দিনের একেক সময় বিদ্যুতের একেক দাম নির্ধারণ করা সম্ভব৷ যেমন পিক আওয়ারে হয়ত দাম বেশি রাখা হলো, আর অন্য সময় কম৷ তাহলে যেটা হবে যে, ব্যবহারকারীরা সেসব বিষয় বিবেচনা করে বিদ্যুৎ ব্যবহার করবে৷

এছাড়া কোন ইলেকট্রনিক পণ্য কতখানি বিদ্যুৎ ব্যবহার করছে, স্মার্ট গ্রিডের কারণে একজন ব্যবহারকারী সহজেই সেটা বুঝতে পারবেন৷ ফলে বিদ্যুৎ সাশ্রয়ের একটা চেষ্টা হয়ত তাঁর মধ্যে থাকতে পারে৷ এভাবে সব ব্যবহারকারী যদি বুঝেশুনে বিদ্যুৎ ব্যবহার শুরু করেন তাহলে মোটের ওপর অনেকখানি বিদ্যুতের সাশ্রয় হবে বলে মনে করেন ড. রহমান৷

তবে স্মার্ট গ্রিডের সবকিছুই যে ভালো তা নয়৷ এর বিপক্ষেও অনেক কথা রয়েছে৷ যেমন স্মার্ট গ্রিডের সঙ্গে কম্পিউটার আর ইন্টারনেটের সংযোগ থাকায় এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে৷ সমালোচকরা বলছেন, এর ফলে কেউ চাইলে প্রযুক্তিতে দক্ষ কেউ দূর থেকে আরেকজনের বিদ্যুৎ লাইন বন্ধ করে দিতে পারে৷ কিংবা একজনের অগোচরে তার বিদ্যুৎ ব্যবহার করতে পারে৷

বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ, ক্যানাডা, চীন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কোরিয়া সহ কয়েকটি দেশে স্মার্ট গ্রিড ব্যবস্থা চালু আছে৷

২০০৯ সালে স্মার্ট গ্রিড সংশ্লিষ্ট খাতের বাজার ছিল ৬৯.৩ বিলিয়ন ডলার৷ আগামী বছর সেটা বেড়ে হতে পারে ১৭১.৪ বিলিয়ন৷

বাংলাদেশ পরিস্থিতি

ত্রুটিপূর্ণ বিদ্যুত বিতরণ ব্যবস্থা বাংলাদেশের একটি বহুল আলোচিত বিষয়৷ স্মার্ট গ্রিড সেক্ষেত্রে হতে পারে একটি অন্যতম সমাধান৷ ইতিমধ্যে এর বিভিন্ন দিক নিয়ে সভা, সেমিনারে আলোচনা শুরু হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য