1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিডিআর-এর ঘটনায় হেফাজতে ৫৭ বিডিআর জওয়ানের মৃত্যু

১ মার্চ ২০১০

বাংলাদেশে বিডিআর বিদ্রোহের ঘটনায় গ্রেপ্তার ৫৭ জন জওয়ান হেফাজতে থাকা অবস্থায় মারা গেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্র৷ সংস্থাটি এসব মৃত্যুর তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে৷

https://p.dw.com/p/MGcQ
ফাইল ফটোছবি: DW

আইন ও শালিস কেন্দ্রের পরিচালক নূর খান এই প্রসঙ্গে জানান, হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে মৃত্যুর প্রমাণ পেয়েছেন তারা৷ পিলখানা বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যা ও বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যা ও বিদ্রোহের ঘটনায় গত বছরে মোট ২ হাজার ২৩৫ জন বিডিআর জওয়ানকে গ্রেফতার করা হয়৷ তাদের মধ্যে ৫৭ জন আটক অবস্থায় মারা গেছেন৷ বিডিআরের পক্ষ থেকে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক ও নানা রোগের কথা বলা হয়েছে৷ কিন্তু মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্র বলছে, পোষ্টমর্টেম ছবি থেকে ও নিহতদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে নির্যাতনে মৃত্যুর প্রমাণ পেয়েছেন তারা৷ ইতিমধ্যে ২টি ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে৷ যেমন বললেন আইন ও শালিস কেন্দ্রের পরিচালক নূর খান৷ তিনি এ ধরণের মৃত্যুকে মানবাধিকার ও সংবিধানবিরোধী বলে তিনি মন্তব্য করেন৷

আইন ও শালিস কেন্দ্র এসব মৃত্যুর ঘটনা তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন৷

সরকারের পক্ষ থেকে অবশ্য এসব মৃত্যুর তদন্ত হচ্ছে বলে জানান হয়েছে৷ সংবাদ মাধ্যমকে বিডিআর মহাপরিচালক বলেছেন, কোন মৃত্যুর ঘটনা তদন্তের বাইরে থাকবেনা৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক