বিজয়ী ক্লাব | পাঠক ভাবনা | DW | 30.08.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিজয়ী ক্লাব

রবিবার রাতের ইনবক্স-এ ঘোষণা করা হলো ২০০৯ সালের সক্রিয় ক্লাবগুলোর নাম৷ বিজয়ী ক্লাবগুলোকে জানাই আমাদের ক্লাবের তরফ থেকে আন্তরিক ...

বিজয়ী ক্লাব-জলতরঙ্গ শ্রোতাসংঘ, কোচবিহার৷

বিজয়ী ক্লাব-জলতরঙ্গ শ্রোতাসংঘ, কোচবিহার৷

অভিনন্দন৷ রতন কুমার পাল, রেডিও লিসনার্স ক্লাব, দৌলতপুর, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটের মতামতের পাতায় বর্তমানে পুরনো শ্রোতাদের পাশাপাশি অনেক নতুন শ্রোতাদের মতামত দেখতে পাচ্ছি, যা অত্যন্ত আনন্দের৷ আমাদের ক্লাবের সদস্যরাও অন্যদের ডয়চে ভেলের ওয়েবসাইট দেখতে উৎসাহিত করে যাচ্ছে৷ মাইকেল হালদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট দেখার সুযোগ আমার আছে৷ তাই সময় পেলেই দেখি, ভালো লাগে৷ বলতে পারেন আমি ডয়চে ভেলের ওয়েবসাইটের এক নতুন দর্শক৷ দেওয়ান ইমরান আলী, ভেন্নাবাড়ি, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

ওয়েব সাইটে ফেসবুকে শিশু পর্নোগ্রাফি ছড়ানোর দায়ে অভিযুক্তদের গ্রেপ্তারের ওপর তথ্যসমৃদ্ধ প্রতিবেদনটি পড়ে এবং রেডিওতে শুনে আমার খুব ভাল লেগেছে৷ বিজ্ঞান প্রযুক্তি বিভাগে ভারতের একদল বিজ্ঞানীর ল্যাংড়া আম দিয়ে মদ তৈরির ওপর তথ্য বহুল প্রতিবেদনটিও ভীষণ ভালো হয়েছে৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷

আমি তোমাদের নতুন ফ্যান, আমাকে বন্ধু করে নাও৷ তোমাদের অনুষ্ঠানের নতুন স্টাইল আমার ভালো লাগে৷ আশাকরি আমার ই-মেইলটি পড়বে৷ রুমন আহমেদ, সিলেট, বাংলাদেশ৷

ডয়চে ভেলে থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান ভীষণ আকর্ষণীয়৷ আমি আপনাদের নতুন শ্রোতা, আমাকে গ্রহণ করবেন৷ অ্যাব্রাহাম এক্কা, বলদিপুকুর, রংপুর, বাংলাদেশ৷

বিজ্ঞান ডটকম পরিবেশনা বেশ ভালো লাগে৷ কম্পিউটার বিষয়ে বিশদ জানালে বাধিত হবো৷ সুরিত কুমার ব্যানার্জী, ভারত৷