‘বিজ্ঞানের নানা অগ্রগতির কথা পাচ্ছি অন্বেষণে’ | পাঠক ভাবনা | DW | 29.08.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বিজ্ঞানের নানা অগ্রগতির কথা পাচ্ছি অন্বেষণে’

‘‘জার্মানির খুব সুন্দর কিছু দ্বীপ সম্পর্কে ডয়চে ভেলের প্রতিবেদনটি আমার ভালো লেগেছে৷ এটা পড়ে জার্মানির দ্বীপগুলোর কিছুটা ধারণা পেলাম৷’’ আমাদের এ কথা লিখে পাঠিয়েছেন বগুড়ার বন্ধু এমএ বারিক৷

তিনি তাঁর ইমেলে আরো লিখেছেন, ‘‘অনেক কিছু জানতে পারলাম ‘কয়েকটি ঝুঁকিপূর্ণ পেশার কথা', ‘সেনাবাহিনীতে জন্তু-জানোয়ার' ইত্যাদি ছবিঘর থেকে৷ এ সব খবর পাঠকদের জানানোর জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷''

তাঁর কথায়, ‘‘ডয়চে ভেলের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান ‘অন্বেষণ' ৭০তম পর্বে পদার্পণ করতে যাচ্ছে জেনে আমি খুব খুশি হয়েছি৷ এ ধরনের অনুষ্ঠান থেকে আমরা বিজ্ঞানের নানা খবর আর অগ্রগতি সম্পর্কে জানতে পারছি৷ সেই সাথে পরিবেশের সঙ্গে সম্পর্কিত অনেক বিষয়েরও চুলচেরা বিশ্লেষণ ভিডিও প্রতিবেদনের মাধ্যমে দেখতে পাচ্ছি৷ ফলে আমরা বিজ্ঞান ও পরিবেশ সম্পর্কে অনেক ধারণা পাচ্ছি৷ ধন্যবাদ আপনাদের৷''

নাটোর, বাংলাদেশ থেকে বন্ধু রাজীব কুমার মন্ডল ইমেল মারফত ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে শিশু চুরি যাওয়ার ব্যাপারে লিখেছেন, ‘‘এরকম ঘটনা আমি এর আগেও পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে শুনেছিলাম৷ সত্যিই বিষয়টি বেদনাদায়ক৷ আমি মনে করি যথাযথ কর্তৃপক্ষের এ বিষয়ে গুরুত্বের সাথে সর্তকতা অবলম্বন করা উচিত৷''

- বন্ধু রাজীব, আপনি জানেন নিশ্চয় যে চুরি যাওয়া শিশুটিকে বুধবার রাতে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে৷

পুরনো বন্ধু মো. সোহেল রানা হৃদয়, ঢাকা সেনানিবাস, ঢাকা, বাংলাদেশ থেকে লিখেছেন, ‘‘আমার ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন৷ আশা করছি সবাই ভালো আছেন৷ কয়েকদিন আগে চুয়াডাঙ্গার শ্রোতাবন্ধু হায়দার মাস্টার আমাকে ফোন করেছিল৷ তিনি আইপড বিজয়ী হয়েছেন৷ তাই সেটা হাতে পেলে কিভাবে কী করতে হবে সে ব্যাপারে জানার জন্য ফোন করেছিলেন তিনি৷ আমি সাধ্যমতো বলেছি৷ এরপর গতকাল ‘বাংলাদেশ অ্যামেচার রেডিও লীগ' বা বিএআরএল-এর কার্যকরী পরিষদের সাধারণ নির্বাচন ছিল৷ আমি বিএআরএল-এর একজন গর্বিত মেম্বার৷ নির্বাচনস্থলে যাওয়ার পথে হায়দার মাস্টার সাহেব আবারো আমাকে ফোন করে জানালেন যে, তিনি তাঁর আইপডটি হাতে পেয়েছেন বিনা ডাকমাশুলে৷ আগামী সোমবার তিনি কুষ্টিয়াতে সেটি নিয়ে যাবেন গান ‘লোড' করতে৷ কারণ তাঁর আশেপাশে তেমন সুব্যবস্থা নেই৷ আমি বললাম, কুষ্টিয়াতে নিয়ে গেলে আমি আমার পরিচিত কোনো দোকান থেকে গান লোড করার ব্যবস্থা করে দেবো৷''

‘‘...এছাড়া প্রতিদিনই আমার কারো না কারো সাথে কথা হয়৷ আপনাদের কথাও তখন বাদ যায় না৷ আজকের ওয়েবসাইটের সবগুলো প্রতিবেদন ভালো লাগলো৷ তবে পৃথিবীর সুন্দরতম ফুল নিয়ে সাজানো ছবিঘরটি আমাকে সত্যিই মুগ্ধ করেছে৷''

- মতামত দেয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ৷ ভালো থাকবেন বন্ধুরা৷

সংকলন: দেবারতি গুহ

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন