1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচ্ছিন্ন সংঘর্ষ ও সংঘাতের মধ্যে বিএনপির হরতাল পালিত

৭ ফেব্রুয়ারি ২০১১

ঢাকাসহ সারাদেশে বিচ্ছিন্ন সংঘর্ষ আর সংঘাতের মধ্য দিয়ে বিরোধী দল বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষ হয়েছে৷ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল, লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ৷

https://p.dw.com/p/10C0l
Female, police, officer, baton, charge, activists, Bangladesh, general, strike, Dhaka, বিচ্ছিন্ন, সংঘর্ষ, সংঘাত, বিএনপি, হরতাল, পালিত
ফাইল ছবিছবি: AP

ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয় বলতে গেলে পুলিশ অবরুদ্ধ করে রাখে৷ শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে বিএনপির দাবি৷ হামলা হয়েছে বিএনপি নেতা এবং সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের ধানমন্ডির বাসায়৷ এদিকে প্রধানমন্ত্রী বলেছেন বিশ্বকাপের আগে এই হরতাল দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে৷

সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ ছিল অ্যাকশন মুডে৷ হরতালের সমর্থনে সেখান থেকে কোন মিছিলই তারা বের হতে দেয়নি৷ যারা চেষ্টা করছেন তাদের ধাওয়া ও লাঠিপেটা করে পুলিশ হটিয়ে দেয়৷ পুলিশের হাতে সেখানে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে বিএনপি দাবি করেছে৷

বিএনপি নেতা মীর্জা ফকরুল ইসলাম আলমগীর দাবি করেন তাদের কাউকেই বিএনপি অফিসের বাইরে বের হতে দেয়নি পুলিশ৷ আর রিজভী আহমেদ দাবি করেন, অগণতান্ত্রিক উপায়ে তাদের আন্দোলন দমন করা হচ্ছে৷

রাজধানীর অন্যান্য এলাকায়ও পুলিশ হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়৷ সকালে অজ্ঞাত সন্ত্রাসীরা বিএনপির সিনিয়র নেতা আব্দুল মান্নানের ধানমন্ডির বাসায় হামলা চালায়৷ তবে এর মধ্যেই ছাত্রলীগ বের করে হরতাল বিরোধী মিছিল৷

বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার দাবি করেন বাধা সত্ত্বেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে৷ সাধারণ মানুষ দু:শাসনের অবসান চায়৷

এদিকে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিরোধী দল নিজেরা সংকট সৃষ্টি করে আবার নিজেরাই হরতাল ডেকেছে৷ প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, খাদ্য ও শেয়ারবাজারের সংকট বিরোধী দল তৈরি করছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন৷

হরতালে রাজধানীতে যানবাহন তেমন চলাচল করেনি৷ ক্লাস হয়নি শিক্ষা প্রতিষ্ঠানে৷ শেয়ার বাজারে লেন-দেন হয়েছে৷ ব্যাংক, বীমা এবং অফিস আদালত খুললেও তেমন কাজ-কর্ম হয়নি৷ খোলেনি দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান৷ তবে তৈরি পোশাক শিল্পে কাজ হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন