1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচারপতিদের সামনে ‘মুলো না ঝুলানোর’ অনুরোধ

২৫ এপ্রিল ২০১১

সাবেক প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান না রাখার সুপারিশ করলেন একাধিক সাবেক প্রধান বিচারপতি এবং সংবিধান বিশেষজ্ঞরা রবিবার সংসদীয় কমিটির বৈঠকে৷

https://p.dw.com/p/113Nk
ছবি: DW/Harun Ur Rashid Swapan

বাংলাদেশের পত্রপত্রিকাগুলিতে সংবিধান সংশোধনের ব্যাপারে বিজ্ঞজনের অভিমত বড় করে স্থান পেয়েছে৷ জাতীয় সংসদ ভবনে ঐ বৈঠক চলে প্রায় সাড়ে ছয় ঘণ্টা৷ কাজেই সব পত্রিকাতেই সুদীর্ঘ প্রতিবেদন, বক্তাদের বক্তব্যের সারাংশ৷ তবে মোটামুটি এ'টুকু বলা যায়, তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বিচার বিভাগকে না জড়ানোর এবং সাবেক প্রধান বিচারপতিদের প্রধান উপদেষ্টা না রাখার পরামর্শ প্রায় সকলের৷ তারা বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার বিরোধী৷ সংবিধানে রাষ্ট্রধর্ম না রাখার সুপারিশও প্রায় সকলের৷

বাহাত্তরের সংবিধান রচয়িতা কমিটির প্রধান ড. কামাল হোসেন ঐকমত্যের ভিত্তিতে এবং বাহাত্তরের মূল চেতনা নিয়ে সংবিধান সংশোধনের আহ্বান জানিয়েছেন৷ এবং তার সেই সংবিধান কমিশন গঠনের প্রস্তাবটিরও পুনরাবৃত্তি করেছেন৷

ইউনূস প্রসঙ্গ৷ কালের কণ্ঠের বিবরণ অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির দূত মার্তাঁ হির্শ'কে বলেছেন যে, ‘কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ থাকার সুযোগে বাংলাদেশের সরকার ও প্রধানমন্ত্রী সম্পর্কে ড. মুহাম্মদ ইউনূস ভুল ধারণা সৃষ্টি করেছেন', যেন তাঁকে হয়রানি করা হচ্ছে অথবা প্রধানমন্ত্রী ব্যক্তিগত বিদ্বেষ থেকে তাঁর বিরুদ্ধে এসব করছেন৷ দীপু মনি হির্শকে আরো জানান যে, সরকার ক্ষুদ্রঋণ কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেয় এবং সেক্ষেত্রে কোনো ব্যত্যয় হয়নি৷

সুখকর প্রসঙ্গ: ডিজিটাল বাংলাদেশ আরো এক ধাপ কাছে এসে পড়ল৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার আনুষ্ঠানিকভাবে ই-বুক উদ্বোধন করেছে, সে খবর আছে একাধিক পত্রিকায়৷ এ' হল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ের একটি ডিজিটাল সংকলন, যা ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যাবে৷ ইত্তেফাকে রয়েছে শেখ হাসিনার একটি মন্তব্য: তাঁর প্রবাসী সন্তানরাই নাকি তাঁকে ই-বুক চালু করতে অনুপ্রাণিত করেছে৷ আগে তারা বিদেশ থেকে বাড়ি আসতো বইয়ের বোঝা নিয়ে, এখন কেবল আইপড সঙ্গে করে আনে৷

গ্রন্থনা: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান